Funny teacher student jokes in Bengali. A new student Bengali joke A new student Bengali joke এক নতুন ছাত্র ক্লাসে আসার পর শিক্ষক- তোমার বাবা কি করেন? ছাত্র- মা যা বলেন তাই করেন। Earth is round proved by three facts Bengali joke Earth is round proved by three facts Bengali joke শিক্ষকঃ পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও। ছাত্রঃ প্রথম প্রমাণ আপনি বলেছেন, পৃথিবী গোলাকার। দ্বিতীয় আমার বাবা ঐ একই কথা বলেছেন আর তৃতীয় প্রমাণ, বইয়ে একথাই লেখা আছে। Excuse for being absent Bengali joke Excuse for being absent Bengali joke শিক্ষকঃ কাল তুই স্কুলে আসিসনি কেন? ছাত্রঃ স্যার আমার দিদা মারা গেছে। শিক্ষকঃ পিটায় তোর পিঠের ছাল আর রাখবো না। এই নিয়ে তিন-চার বার তুই দিদা মারা যাওয়ার অজুহাত দিচ্ছিস। ছাত্রঃ স্যার, দিদা যতবার মারা যায় দাদু ততবারই বিয়ে করে। Five subjects joke in Bengali Five subjects joke in Bengali শিক্ষক- স্যান্ডো, তুমি পাঁচটি বিষয়ের মধ্যে চারটে বিষয়েই ফেল করেছো। মাত্র একটি বিষয়েই পাশ করেছো। বাকি বিষয় গুলিতে তোমার কিসের সমস্যা? স্যান্ডো- কোনো সমস্যা নেই স্যার। আমি আসলে একটি বিষয়ে একটু বে
Joklu - Fun and Entertainment in Bengali