Funny stories in Bengali. My marriage Bengali funny story. My marriage Bengali funny story আমি তখন বেকার, কিছুই করি না প্রেমটা ছাড়া। এদিকে প্রেমিকাও ধরেছে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে হবে। এই বেকার অবস্থায় বিয়ে করে খরচ সামলাতে পারবো কিনা এই ভেবে আমি বেশ কয়েকবার এড়িয়ে গেছি ব্যাপারটা। কিন্তু আমার প্রেমিকা এবার নাছোড়বান্দা, আমাকে নাকি গিয়ে তার বাবাকে বলতেই হবে। আমার প্রেমিকা তার বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য। প্রেমিকা যখন এত করে বলছে, তাছাড়া বিয়ে করার সময়ও তো হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত রাজি হয়েই গেলাম। প্রেমিকাকে জানিয়ে দিলাম ঠিক আছে পরের সপ্তাহে আমি যাব তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। যথারিতী পরের সপ্তাহে হাজির হয়েছি প্রেমিকার বাড়িতে। কিছুক্ষন অপেক্ষা করার পর অবাক হয়ে গেলাম কারণ, প্রেমিকা এসেছে সুইমিং ড্রেস পড়ে। মেয়ের বাবার কাছে জানতে চাইলাম, “এইটাই কি আপনার মেয়ের বাড়িতে পড়ার ড্রেস?” মেয়ের বাবা জানালো ঠিক তা নয়, আসলেতোমার সঙ্গে বিয়ে দেওয়া আর মেয়েকে জলে ফেলে দেওয়া তো একই কথা, তাই আগে থেকে মেয়েকে তৈরি করে দিলাম।
Funny jokes in Bengali. Arrange marriage vs love marriage Bengali joke. Arrange marriage vs love marriage Bengali joke প্রথম বন্ধুঃ বল তো, সম্বন্ধ করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী? দ্বিতীয় বন্ধুঃ এটা তো একেবারে সহজ। প্রথম বন্ধুঃ বল তাহলে। প্রথম বন্ধুঃ পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর সম্বন্ধ করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।
Funny comics in Bengali. Mobile broken funny comics in Bengali. Story by: www.joklu.com Graphics by: www.joklu.com Mobile broken funny comics in Bengali Page 1 Mobile broken funny comics in Bengali Page2
Bad handwriting Bengali joke. Bad handwriting Bengali joke খারাপ হাতের লেখা বাংলা জোকস। শিক্ষকঃ তোমার হাতের লেখা যাতে ভালো হয় এরজন্য তোমাকে দশ পাতা লিখে আনতে বলেছিলাম। তুমি মাত্র চারপাতা লিখেছো? ছাত্রঃ স্যার, আমি তো অংকেও কাঁচা।
Sixteen days later a break up story Bengali comics Author: joklu.com Graphics: joklu.com Sixteen days later a break up story Bengali comics page 1 Sixteen days later a break up story Bengali comics page 2 Sixteen days later a break up story Bengali comics page 3 Sixteen days later a break up story Bengali comics page 4