Funny comics in Bengali. Mobile broken funny comics in Bengali. Story by: www.joklu.com Graphics by: www.joklu.com Mobile broken funny comics in Bengali Page 1 Mobile broken funny comics in Bengali Page2
Funny stories in Bengali. My marriage Bengali funny story. My marriage Bengali funny story আমি তখন বেকার, কিছুই করি না প্রেমটা ছাড়া। এদিকে প্রেমিকাও ধরেছে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে হবে। এই বেকার অবস্থায় বিয়ে করে খরচ সামলাতে পারবো কিনা এই ভেবে আমি বেশ কয়েকবার এড়িয়ে গেছি ব্যাপারটা। কিন্তু আমার প্রেমিকা এবার নাছোড়বান্দা, আমাকে নাকি গিয়ে তার বাবাকে বলতেই হবে। আমার প্রেমিকা তার বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য। প্রেমিকা যখন এত করে বলছে, তাছাড়া বিয়ে করার সময়ও তো হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত রাজি হয়েই গেলাম। প্রেমিকাকে জানিয়ে দিলাম ঠিক আছে পরের সপ্তাহে আমি যাব তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। যথারিতী পরের সপ্তাহে হাজির হয়েছি প্রেমিকার বাড়িতে। কিছুক্ষন অপেক্ষা করার পর অবাক হয়ে গেলাম কারণ, প্রেমিকা এসেছে সুইমিং ড্রেস পড়ে। মেয়ের বাবার কাছে জানতে চাইলাম, “এইটাই কি আপনার মেয়ের বাড়িতে পড়ার ড্রেস?” মেয়ের বাবা জানালো ঠিক তা নয়, আসলেতোমার সঙ্গে বিয়ে দেওয়া আর মেয়েকে জলে ফেলে দেওয়া তো একই কথা, তাই আগে থেকে মেয়েকে তৈরি করে দিলাম।
Funny story jokes in Bengali. Go to toilet with a mobile Bengali funny story joke. Go to toilet with a mobile Bengali funny story joke লোকটি টয়লেটে বসে বসে একমনে মোবাইল চালাচ্ছিল। একসময় হঠাৎ মোবাইলটি হাত ফস্কে কমোডের মধ্যে পড়ে গেল। পড়ল তো পড়ল একেবারে কমোডের ভেতরে ঢুকে গেল। লোকটির একটি মাত্র মোবাইল, তাছাড়া লোকটি গরীব তাই এখন নতুন মোবাইল কেনাও সম্ভব নয়, যার ফলে এই ঘটনায় লোকটি শোকে এতটাই কাতর হয়ে পড়ল, টয়লেটে বসেই কান্না শুরু করে দিল। অনেকক্ষন ধরে কাঁদার পর এই কান্না সহ্য করতে না পেরে এক দৈত্য বের হয়ে এসে লোকটির হাতে একটি মোবাইল ধরিয়ে দিয়ে বলল, “এই নাও তোমার মোবাইল। তোমার কান্না তো দেখছি আর থামছেই না। আর কেঁদোনা, এবার খুশী তো? লোকটি জানালো, “আমি গরীব হতে পারি কিন্তু আমি লোভী নই। এই সোনার মোবাইলটা আমার নয়। আমারটাতো পুরোনো মোবাইল। এই সোনার মোবাইল আমি চাই না, চাই না, চাই না, আমার পুরোনো মোবাইলটাই আমাকে ফেরৎ দিন।” এই শুন্যে দৈত্য রেগে গিয়ে লোকটিকে একটি চড় দিয়ে বলল, “নিজের মোবাইল চিনতে পারছিস না? এইটাই তোর সেই পুরোনো মোবাইল ভালো করে ধুয়ে দেখ!”
Inspirational quotes in Bengali. Trust is like paper inspirational quote in Bengali. Trust is like paper inspirational quote in Bengali বিশ্বাস কাগজের মত, একবার কুঁচকে গেলে ওটা আর আগের মতো হয় না।
Funny Bengali comics. Best guitar player funny Bengali comics. Best guitar player funny Bengali comics page 1 Best guitar player funny Bengali comics page 2