সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Relationships are like glass broken heart message in Bengali

Break up messages in Bengali.

Relationships are like glass broken heart message in Bengali
Relationships are like glass broken heart message in Bengali
সম্পর্ক হল কাঁচের মতো।
কখনো কখনো ভেঙ্গে টুকড়ো হয়ে গেলে ভাঙ্গা অবস্থায় থাকতে দেওয়াই ভাল
কারণ
ঐ ভাঙ্গা টুকরো গুলি জোড়া দিতে গিয়ে হয়তো তুমি নিজেকেই কেটে জখম করবে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Angry husband Bengali joke

Husband wife Bengali joke. Angry husband Bengali joke Text version of Angry husband Bengali joke. স্ত্রী - আজ এত রেগে আছো কেন? স্বামী - আজ আমার মেজাজটাই খারাপ হয়ে আছে। স্ত্রী - কেন? কি হয়েছে? এত  মেজাজ খারাপ কেন? স্বামী - আমি যেই কর্মচারীর উপর প্রতিদিন রাগ ঝাড়ি সে আজ অফিসেই আসে নি।

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত...

Incredible dad the apple tree joke in Bengali

Funny incredible dad jokes in Bengali. Incredible dad the apple tree joke in Bengali. Incredible dad the apple tree joke in Bengali মেয়েঃ জানিস তো নিউটন আমাদের মতো একটি আপেল গাছের তলায় বসেছিল। সেই সময় একটি আপেল পড়েছিল। ছেলেঃ তাহলে তুই এটাও জেনে নে, সেই আপেলটি আসলে আমার বাবা ছুড়ে দিয়েছিল।

Bengali short riddles with answers

Bengali short riddles with answers Click to view the answer. প্রশ্নগুলির উপরে ক্লিক করলে উত্তর দেখতে পাওয়া যাবে। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না? উওর: তুমি কি ঘুমিয়ে গেছ? পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে। উওর: মেঘ। কোন জিনিস কাটলে বাড়ে? উওর: পুকুর। আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে? উওর: নাম। কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই? উওর: ভুট্টা। কোন গান গাওয়া যায় না? উওর: বাগান। কোন রাণী পুরুষও হয়? উওর: কেরানী।! কোন হাঁস ডিম পারে না? উওর: ইতিহাস। নারিরা এমন একটা জিনিস পরে স্বামী ছাড়া সবাই দেখে কি এটি? উওর: বিধবা হওয়ার পর সাদা শাড়ি। কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার? উওর: ব্ল্যাকবোর্ড।

My math teacher told me friendship message in Bengali

Friendship messages in Bengali. My math teacher told me friendship message in Bengali. Add caption আমার অঙ্কের শিক্ষক আমাকে শিখিয়েছে ৬০ মিনিট = ১ ঘন্টা এবং ১ মিনিট = ৬০ সেকেন্ড কিন্তু কখনো আমাকে শেখায়নি তোমার মতো বন্ধু ছাড়া ১ সেকেন্ড থাকাটাই ১০০ ঘন্টার সমান।

Two brothers Bengali funny short story

Short funny Bengali stories. Two brothers Bengali funny short story. Two brothers Bengali funny short story দুই ভাই বাংলা হাসির ছোট গল্প। মা দুই ভাইকে একটা আম দুভাগ করে দিল। দেওয়ার সাথে সাথে ছোট ভাই বড় টুকরাটা নিয়ে নিল। তা দেখে তার বড়ভাই তাকে বলল, "তুই এমন! তুই জানিস আমাকে যদি কেউ দুই টুকরা আমের ভেরত থেকে একটা নিতে বলতো তাহলে আমি কোনটাকে নিতাম?" ছোট ভাই জিজ্ঞেস করলো, কোনটা? বড় ভাই বলল ছোটটা। "এখনও তো সেটাই পেলে" ছোট ভাইয়ের উত্তর।

Incredible dad jokes in Bengali part one

Incredible dad jokes in Bengali. 30th February incredible dad joke in Bengali. 30th February incredible dad joke in Bengali ৩০শে ফেব্রুয়ারী বাবার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যালেন্ডার থেকে ঐ তারিখটি বাদ দিয়ে দেওয়া হয় কারণ বাবা ঐ দিনটি রিজার্ভ করে নিয়েছে। Incredible dad living room joke in Bengali. Incredible dad living room joke in Bengali তোর বাবা নাকি কোনো কোনো দিন দরজা খোলা রেখেই ঘুমিয়ে যায়? হ্যাঁ। তবে একটি সাধারণ শোবার ঘরে থাকা ২৬১২টি জিনিষ ব্যবহার করে একজন অনধিকারপ্রবেশকারীকে বাবা ইচ্ছা করলে মারতে পারবে, জিনিষগুলির মধ্যে রুমটিকেও ধরা হয়েছে। Ghosts are scared incredible dad joke in Bengali. Ghosts are scared incredible dad joke in Bengali ভূতেরা অনেকদিন থেকেই তর্কবিতর্ক করে যাচ্ছে বাবা সত্যি আছে কি নেই। তবে ভূতগুলো বাবাকে ভয় পায়। When dad gets angry incredible dad joke in Bengali. When dad gets angry incredible dad joke in Bengali বাবা যদি কখনো সূর্যের উপর রেগে যায়, তখন এটি চাঁদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এই ঘটনা যখন ঘটে তখন এটিকেই বলা হয় সূর্যগ্রহণ। Pluto incredible dad joke in Bengal...

Pelto is sleeping Bengali short story joke

Short story joke in Bengali. Pelto is sleeping Bengali short story joke Pelto is sleeping Bengali short story joke Text version of Pelto is sleeping Bengali short story joke পেল্টো অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারবাবু পেল্টোকে দেখতে পেল্টোর ঘরে এসেই দেখতে পেলেন পেল্টোর স্ত্রী চিৎকার চেঁচামেচি করে ঘুমন্ত রোগীকে তোলার চেষ্টা করছে। ডাক্তারবাবু জানতে চাইলেন ঘুমন্ত রোগীকে ডেকে ওঠানোর কারণ। পেল্টোর স্ত্রী জানালো সঠিক সময়ে ঔষুধ না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তাই তিনি তার স্বামীকে ডেকে ওঠাচ্ছেন যাতে সময় মত ঔষধ খাওয়াতে পারে। ডাক্তারবাবু রেগে উঠে জিজ্ঞেস করলেন, “এটি কোন ঔষধ যা তাকে এখনই ঘুম থেকে ডেকে উঠিয়ে খাওয়াতে হবে?” পেল্টোর স্ত্রী জানালো, “ঘুমের ঔষধ”।