Bengali short funny story.
Cricket match heaven vs hell Bengali short funny story.
Cricket match heaven vs hell Bengali short funny story |
স্বর্গ এবং নরকের মধ্যে ক্রিকেট ম্যাচ বাংলা হাসির ছোট গল্প।
একবার স্বর্গের দেবতারা আর নরকের শয়তানেরা মিলে ক্রিকেট খেলবে বলে ঠিক করল।
স্বর্গের দেবতারা খেলায় জিত নিয়ে খুবই আত্মবিশ্বাসী, কারণ সব ভালো ভালো ক্রিকেটাররা স্বর্গে তাদের সঙ্গেই আছেন। কিন্তু শয়তানদের এই নিয়ে খুব বেশী চিন্তিত দেখা গেল না।
তাদের নিশ্চিত ভাবভঙ্গি দেখে এক দেবতা এক শতানকে ডেকে বলল, কী ব্যাপার, ভালো ভালো ব্যাটসম্যান তো সব আমাদের এখানে, কিন্তু তোমাদেরকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে না!
শয়তান সঙ্গে সঙ্গে দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বলল, তোমাদের যতই ব্যাটসম্যান থাকুক, আম্পায়ার গুলো তো সব আমাদের এখানে।