Diamond ring funny Bengali short story.
Diamond ring funny Bengali short story |
বাংলা হাসির ছোট গল্প হীরার আংটি।
একবার স্ত্রী তার স্বামীকে জানালো আমি খুব ভালো একটি স্বপ্ন দেখেছি, দেখলাম তুমি আমাকে একটি হীরের আংটি দিয়েছো।
এরপর স্ত্রী তার স্বামীকে বলল, তুমি কি বলতে পারবে এর অর্থ কি হতে পারে?
স্বামী স্ত্রীকে জানালো, ঠিক আছে সন্ধ্যা যখন আমি বাড়ি ফিরব তখন তুমি জানতে পারবে এর উত্তর।
স্ত্রী ভীষণ খুশি হয়ে ভাবতে লাগলো বুদ্ধিটি কাজে লেগেছে বলে মনে হচ্ছে।
সন্ধ্যায় স্বামী ফিরে আসার পর স্ত্রীকে একটি প্যাকেট দিল। প্যাকেট খুলে স্ত্রী দেখতে পেল তার মধ্যে একটি বই, বইটির নাম 'স্বপ্ন এবং তার অর্থ'।