Bengali funny stories.
Egg and hen Bengali funny story.
Egg and hen Bengali funny story |
মুরগীর ডিম বাংলা হাসির ছোট গল্প।
ক্রমাগত লস খাওয়ার পর এক পোলট্রি ব্যবসায়ী একবার ক্ষেপে গিয়ে তার সকল মুরগীদের বললেন, "আগামীকাল থেকে যদি ২টি করে ডিম না দিস তাহলে ধরে জবাই করে খেয়ে ফেলব!"
এরপর থেকে প্রত্যেকটা মুরগীই প্রতিদিন ২টি করে ডিম দিতে শুরু করলো। শুধু একটা বাদে! ঐটা প্রতিদিন একটা করেই ডিম পারতে লাগলো।
ব্যবসায়ী ক্ষেপে গিয়ে বললেন, "কিরে, তোর তো সাহস কম না! এতবড় হুমকি দিলাম, এরপরও একটা করে ডিম পারতেছিস!"
উত্তর এল... জনাব, আপনার ভয়ে তাও তো বহু কষ্টে একটা করে ডিম পারতেছি। আমি তো আসলে একটা মোরগ!