Funny jokes in English.
Facebook status Bengali story joke.
Facebook status Bengali story joke |
ফেসবুক বাংলা হাসির গল্পের জোকস।
একটি মেয়ে ফেসবুকে স্টেটাস দিয়েছে
"আমাকে এইমাত্র মশা কামড় দিয়েছে।"
কিছুক্ষনের মধ্যে ৫১২ লাইক।
একটি ছেলে লিখেছেঃ ঠিক আছ তো? আশাকরি কিছু হয়নি।
আরেকটি ছেলে লিখেছেঃ যেই মশা তোমাকে কামড়েছে ওর জন্মই হওয়া ঠিক হয়নি।
অন্য আরেকটি ছেলে লিখেছেঃ একটু বিশ্রাম করে নাও।
আরো অন্য একটি ছেলে লিখেছেঃ শুধু আমাকে মশাটার ঠিকানাটা দিয়ে দাও।
একটি ছেলে ফেসবুকে স্টেটাস দিয়েছে
"রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।"
কোনো লাইক পড়েনি।
একটি ছেলে লিখেছেঃ দেখে চলাফেরা করতে হয়।
আরেকটি ছেলে লিখেছেঃ ভাই, চবনপ্রাস খেয়ে নিস।