Funny stories in Bengali.
Love again Bengali funny short story.
![]() |
Love again Bengali funny short story |
বাংলা হাসির ছোট গল্প বহুদিন পর প্রেমিকার চিঠি।
বহুদিন পর আমার পুরনো প্রেমিকার চিঠি পেলাম।
প্রিয় মজনু,
তোমার সঙ্গে সম্পর্ক ভাঙাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে তুমিই আমাকে সবচেয়ে বেশী ভালবাসতে। আমরা কি পারিনা পুরোনো সম্পর্কটা নতুন করে তৈরি করতে? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।
ইতি তোমার জুলি
পুনশ্চঃ লটারিতে এক কোটি টাকা পাওয়ার জন্য অভিনন্দন।