Bengali short funny stories.
Unlucky man Bengali short funny story.
![]() |
Unlucky man Bengali short funny story. |
বিমর্ষ এক ভদ্রলোক একটি রেস্টুরেন্টে গিয়ে বসলেন; এক গ্লাস লাচ্ছি দিতে বললেন ওয়েটারকে। অন্য দিনের চেয়ে তাড়াতাড়িই চলে এল লাচ্ছির গ্লাস। খাবার আগে ভাবলেন, রেস্টুরেন্টের জানালা দিয়ে একবার বাইরের দুনিয়াটাকে দেখবেন।
টেবিলে ফিরে এসে দেখলেন তাঁর লাচ্ছির গ্লাস অন্য একজনের হাতে। তিনি বেশ আয়েশ করে তাঁর সেই গ্লাস থেকে লাচ্ছি খাচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি চেয়ারে বসে কাঁদতে শুরু করলেন। সামনের লোকটি বিব্রত হয়ে বললেন, “প্লিজ, কাঁদবেন না, এক গ্লাস লাচ্ছিই তো; আমি আপনাকে দুই গ্লাস লাচ্ছি কিনে দিচ্ছি।”
শুনে তিনি বললেন, “আমি সে জন্য কাঁদছি না।”
তাহলে? জানতে চাইলেন ওই লোকটি। তিনি বলতে শুরু করলেন, “ঘুম থেকে উঠেই বউয়ের সঙ্গে বিরাট ঝগড়া হলো; বাসে মানিব্যাগ ছিনতাই হলো; অফিসে গিয়ে শুনলাম চাকরি চলে গেছে; বাসায় ফিরে দেখি বউ বাপের বাড়ি চলে গেছে… এত কিছুর পর ত্যক্তবিরক্ত হয়ে রেস্টুরেন্টে এসে
বিষ খাব বলে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়েছি সেটাও আপনি খেয়ে ফেললেন! আমার তো কপালটাই খারাপ!”