Funny teacher student jokes in Bengali.
A new student Bengali joke
A new student Bengali joke |
এক নতুন ছাত্র ক্লাসে আসার পর
শিক্ষক- তোমার বাবা কি করেন?
ছাত্র- মা যা বলেন তাই করেন।
Earth is round proved by three facts Bengali joke
Earth is round proved by three facts Bengali joke |
শিক্ষকঃ পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও।
ছাত্রঃ প্রথম প্রমাণ আপনি বলেছেন, পৃথিবী গোলাকার। দ্বিতীয় আমার বাবা ঐ একই কথা বলেছেন আর তৃতীয় প্রমাণ, বইয়ে একথাই লেখা আছে।
Excuse for being absent Bengali joke
Excuse for being absent Bengali joke |
শিক্ষকঃ কাল তুই স্কুলে আসিসনি কেন?
ছাত্রঃ স্যার আমার দিদা মারা গেছে।
শিক্ষকঃ পিটায় তোর পিঠের ছাল আর রাখবো না। এই নিয়ে তিন-চার বার তুই দিদা মারা যাওয়ার অজুহাত দিচ্ছিস।
ছাত্রঃ স্যার, দিদা যতবার মারা যায় দাদু ততবারই বিয়ে করে।
Five subjects joke in Bengali
Five subjects joke in Bengali |
শিক্ষক- স্যান্ডো, তুমি পাঁচটি বিষয়ের মধ্যে চারটে বিষয়েই ফেল করেছো। মাত্র একটি বিষয়েই পাশ করেছো। বাকি বিষয় গুলিতে তোমার কিসের সমস্যা?
স্যান্ডো- কোনো সমস্যা নেই স্যার। আমি আসলে একটি বিষয়ে একটু বেশী মনোযোগ দিয়ে ফেলেছিলাম।
Homework of a student Bengali joke
Homework of a student Bengali joke |
টিচার: তোমার বাবা তোমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করেছেন?
ছাত্র: না। পুরোটাই উনি করেছেন।
How many animals Bengali joke
How many animals Bengali joke |
অঙ্ক ক্লাসে
শিক্ষক- আমি যদি তোমাকে দুটো কুকুর আর তিনটা বিড়াল দেই তাহলে তোমার কাছে মোট কতগুলো প্রাণী হল?
ছাত্রঃ সাতটা।
শিক্ষক- এই শিখেছো?
ছাত্রঃ কারণ আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর আর একটা খরগোশ আছে।
How to set a bulb Bengali joke
How to set a bulb Bengali joke |
শিক্ষক- কে বলতে পারবে কিভাবে একটি বাল্ব লাগাতে হয়?
স্যান্ডো- স্যার আমি পারবো।
শিক্ষক- বাঃ বাঃ বল দেখি।
স্যান্ডো- বাল্বটাকে হোল্ডারের উপর ধরে ঘরটাকে ডানদিকে ঘুরিয়ে দিতে হবে।
Keep the school clean Bengali joke
Keep the school clean Bengali joke |
শিক্ষক- আমরা কেমন করে স্কুলটাকে পরিষ্কার রাখতে পারি?
ছাত্র- আমরা স্কুলে না এসে বাড়িতে থেকে খেলাধুলা করতে হবে।
Sando with math teacher Bengali joke
Sando with math teacher Bengali joke |
শিক্ষক : স্যান্ডো, বলতো ৭ আর ৩ মিলে কত হয়?
স্যান্ডো : স্যার, ৭ আর ৩ মিলে ১১ হয়।
শিক্ষক : বেয়াদব ৭ আর ৩ মিলে ১০ হয়।
স্যান্ডো : স্যার, আপনাদের মুখের কথার ঠিক নেই।
শিক্ষক : কীভাবে ঠিক নেই?
স্যান্ডো : একদিন বলেন, ৫ আর ৫ মিলে ১০ হয়। আর একদিন বলেন, ৬ আর ৪ মিলে ১০ হয়। আর আজ বলেন, ৭ আর ৩ মিলে ১০ হয়।
Why Chennai Bengali joke
Why Chennai Bengali joke |
স্যারঃ বলতো ভারতে "চেন্নাই" নামক স্থানটির নামকরণ কিভাবে হয়েছে?
ছাত্রঃ স্যার ঐখানকার মানুষে লুঙ্গি পরতো, আর লুঙ্গিতে তো চেন নাই! তাই ওখানকার নাম হয়েছে চেন্নাই।
Why the sea salty joke in Bengali
Why the sea salty joke in Bengali |
বিজ্ঞান ক্লাসে
শিক্ষক- স্যান্ডো বলো দেখি সমুদ্রের জল লবনাক্ত কেন?
স্যান্ডো- স্যার, সে অনেক অনেক দিন আগের কথা, এক লবন ভর্তি বিশাল জাহাজ যাচ্ছিল সমুদ্র দিয়ে। হঠাৎ প্রচন্ড ঝড় উঠেছিল, সেই প্রচন্ড ঝড়ে লবন ভর্তি বিশাল জাহাজ সমুদ্রে ডুবে যায়…