সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Funny teacher student jokes in Bengali

Funny teacher student jokes in Bengali.

A new student Bengali joke

A new student Bengali joke
A new student Bengali joke

এক নতুন ছাত্র ক্লাসে আসার পর
শিক্ষক- তোমার বাবা কি করেন?
ছাত্র- মা যা বলেন তাই করেন।


Earth is round proved by three facts Bengali joke

Earth is round proved by three facts Bengali joke
Earth is round proved by three facts Bengali joke

শিক্ষকঃ পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও।
ছাত্রঃ প্রথম প্রমাণ আপনি বলেছেন, পৃথিবী গোলাকার। দ্বিতীয় আমার বাবা ঐ একই কথা বলেছেন আর তৃতীয় প্রমাণ, বইয়ে একথাই লেখা আছে।


Excuse for being absent Bengali joke

Excuse for being absent Bengali joke
Excuse for being absent Bengali joke

শিক্ষকঃ কাল তুই স্কুলে আসিসনি কেন?
ছাত্রঃ স্যার আমার দিদা মারা গেছে।
শিক্ষকঃ পিটায় তোর পিঠের ছাল আর রাখবো না। এই নিয়ে তিন-চার বার তুই দিদা মারা যাওয়ার অজুহাত দিচ্ছিস।
ছাত্রঃ স্যার, দিদা যতবার মারা যায় দাদু ততবারই বিয়ে করে।


Five subjects joke in Bengali

Five subjects joke in Bengali
Five subjects joke in Bengali

শিক্ষক- স্যান্ডো, তুমি পাঁচটি বিষয়ের মধ্যে চারটে বিষয়েই ফেল করেছো। মাত্র একটি বিষয়েই পাশ করেছো। বাকি বিষয় গুলিতে তোমার কিসের সমস্যা?
স্যান্ডো- কোনো সমস্যা নেই স্যার। আমি আসলে একটি বিষয়ে একটু বেশী মনোযোগ দিয়ে ফেলেছিলাম।


Homework of a student Bengali joke

Homework of a student Bengali joke
Homework of a student Bengali joke

টিচার: তোমার বাবা তোমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করেছেন?
ছাত্র: না। পুরোটাই উনি করেছেন।


How many animals Bengali joke

How many animals Bengali joke
How many animals Bengali joke

অঙ্ক ক্লাসে
শিক্ষক- আমি যদি তোমাকে দুটো কুকুর আর তিনটা বিড়াল দেই তাহলে তোমার কাছে মোট কতগুলো প্রাণী হল?
ছাত্রঃ সাতটা।
শিক্ষক- এই শিখেছো?
ছাত্রঃ কারণ আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর আর একটা খরগোশ আছে।


How to set a bulb Bengali joke

How to set a bulb Bengali joke
How to set a bulb Bengali joke

শিক্ষক- কে বলতে পারবে কিভাবে একটি বাল্ব লাগাতে হয়?
স্যান্ডো- স্যার আমি পারবো।
শিক্ষক- বাঃ বাঃ বল দেখি।
স্যান্ডো- বাল্বটাকে হোল্ডারের উপর ধরে ঘরটাকে ডানদিকে ঘুরিয়ে দিতে হবে।


Keep the school clean Bengali joke

Keep the school clean Bengali joke
Keep the school clean Bengali joke

শিক্ষক- আমরা কেমন করে স্কুলটাকে পরিষ্কার রাখতে পারি?
ছাত্র- আমরা স্কুলে না এসে বাড়িতে থেকে খেলাধুলা করতে হবে।


Sando with math teacher Bengali joke

Sando with math teacher Bengali joke
Sando with math teacher Bengali joke

শিক্ষক : স্যান্ডো, বলতো ৭ আর ৩ মিলে কত হয়?
স্যান্ডো : স্যার, ৭ আর ৩ মিলে ১১ হয়।
শিক্ষক : বেয়াদব ৭ আর ৩ মিলে ১০ হয়।
স্যান্ডো : স্যার, আপনাদের মুখের কথার ঠিক নেই।
শিক্ষক : কীভাবে ঠিক নেই?
স্যান্ডো : একদিন বলেন, ৫ আর ৫ মিলে ১০ হয়। আর একদিন বলেন, ৬ আর ৪ মিলে ১০ হয়। আর আজ বলেন, ৭ আর ৩ মিলে ১০ হয়।


Why Chennai Bengali joke

Why Chennai Bengali joke
Why Chennai Bengali joke

স্যারঃ  বলতো ভারতে "চেন্নাই" নামক স্থানটির নামকরণ কিভাবে হয়েছে?
ছাত্রঃ স্যার ঐখানকার মানুষে লুঙ্গি পরতো, আর লুঙ্গিতে তো চেন নাই! তাই ওখানকার নাম হয়েছে চেন্নাই।


Why the sea salty joke in Bengali

Why the sea salty joke in Bengali
Why the sea salty joke in Bengali

বিজ্ঞান ক্লাসে
শিক্ষক- স্যান্ডো বলো দেখি সমুদ্রের জল লবনাক্ত কেন?
স্যান্ডো- স্যার, সে অনেক অনেক দিন আগের কথা, এক লবন ভর্তি বিশাল জাহাজ যাচ্ছিল সমুদ্র দিয়ে। হঠাৎ প্রচন্ড ঝড় উঠেছিল, সেই প্রচন্ড ঝড়ে লবন ভর্তি বিশাল জাহাজ সমুদ্রে ডুবে যায়…


এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Bring me to eat Bengali riddle

Bring me to eat Bengali riddle. Bring me to eat Bengali riddle খাওয়ার জন্য বাংলা ধাঁধা। লোকজন আমাকে কিনে নিয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু আমাকে খায় না। বলতে হবে কোন জিনিষ এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * * * উত্তরঃ থালা, বাসনপত্র।

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত...

Bengali short riddles with answers

Bengali short riddles with answers Click to view the answer. প্রশ্নগুলির উপরে ক্লিক করলে উত্তর দেখতে পাওয়া যাবে। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না? উওর: তুমি কি ঘুমিয়ে গেছ? পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে। উওর: মেঘ। কোন জিনিস কাটলে বাড়ে? উওর: পুকুর। আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে? উওর: নাম। কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই? উওর: ভুট্টা। কোন গান গাওয়া যায় না? উওর: বাগান। কোন রাণী পুরুষও হয়? উওর: কেরানী।! কোন হাঁস ডিম পারে না? উওর: ইতিহাস। নারিরা এমন একটা জিনিস পরে স্বামী ছাড়া সবাই দেখে কি এটি? উওর: বিধবা হওয়ার পর সাদা শাড়ি। কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার? উওর: ব্ল্যাকবোর্ড।

Divorce jokes in Bengali

Divorce jokes in Bengali. Ground for divorce joke in Bengali Text version of Ground for Divorce joke in Bengali. ভদ্রলোক - উকিল সাহেব আমি আপনার কাছে জানতে চাই আমার ডিভোর্স করার গ্রাউন্ড আছে কি না? উকিল - আপনি বিয়ে করেছেন? ভদ্রলোক - হ্যাঁ। উকিল - তাহলে গ্রাউন্ড আছে। Injured husband joke in Bengali Text version of injured husband joke in Bengali. উকিলঃ আপনার স্বামীকে যেদিন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলো সেদিন সকালে ঘুম থেকে উঠে উনি কি বলেছিলেন? ভদ্রমহিলাঃ উনি বলেছিলেন, গুড মর্নিং নেহা। উকিলঃ এর উত্তরে আপনি কি বললেন? ভদ্রমহিলাঃ আমি বলেছিলাম আমার নাম নেহা নয় জুহি এবং তারপরে আমি ডিভোর্স এর কথা ভাবলাম। Silent wife joke in Bengali Text version of Silent wife joke in Bengali. ভদ্রলোকঃ উকিল সাহেব আমি আমার বৌকে ডিভোর্স দিতে চাই? উকিলঃ কেন? ভদ্রলোকঃ আমার বৌ খুব কম কথা বলে। গত ছয় মাসে আমার সঙ্গে একটাও কথা বলেনি। উকিলঃ ভালো করে আর একবার ভেবে দেখুন। এমন স্ত্রী কিন্তু সহজে পাওয়া যায় না।

Bad handwriting Bengali joke

Bad handwriting Bengali joke. Bad handwriting Bengali joke খারাপ হাতের লেখা বাংলা জোকস। শিক্ষকঃ তোমার হাতের লেখা যাতে ভালো হয় এরজন্য তোমাকে দশ পাতা লিখে আনতে বলেছিলাম। তুমি মাত্র চারপাতা লিখেছো? ছাত্রঃ স্যার, আমি তো অংকেও কাঁচা।

The funniest of funny Bengali jokes, for laughs

The funniest of funny Bengali jokes, for laughs এই বাংলা জোকস্‌গুলি শরীর এবং মন ভালো রাখে। হাসিখুশিতে দিন কাটানোর জন্য এই  বাংলা জোকস্‌ গুলো খুবই প্রয়োজনীয়। তাহলে হাসি শুরু করা যাক। Crossing road joke in Bengali আজকে সকাল সকাল যখন আমি রওনা হচ্ছিলাম সেই সময় একটি বিড়াল আমার রাস্তা কেটে দিল। আমি সেখানে দাঁড়ালাম, ভাবছিলাম সামনে যাব কি যাব না। বিড়ালঃ আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনার তো বিয়ে হয়ে গেছে। তার থেকে খারাপ আর কি হতে পারে? Mother-in-law replied Bengali joke জামাই তার শ্বাশুড়ির সঙ্গে কথা বলছে। জামাইঃ আপনার মেয়ের তো অনেক দোষ আছে। শ্বাশুড়িঃ হ্যাঁ, সেইজন্যেই তো সে বিয়ের জন্য ভালো ছেলে পায়নি। Which are the planets Bengali joke শিক্ষকঃ গ্রহ কোনগুলি? স্যান্ডোঃ মঙ্গল, বুধ, শুক্র ইত্যাদি। শিক্ষকঃ আরো বলো। স্যান্ডোঃ আর সব ঠিক আছে উপরওয়ালার দয়ায়। আপনি? Which brand Bengali joke স্যান্ডোর বন্ধুঃ তুই কোন ব্র্যান্ডের সাবান, টুথপেষ্ট, ব্রাস ব্যবহার করিস? স্যান্ডোঃ সোনি সাবান, সোনি টুথপেষ্ট, সোনি ব্রাস। স্যান্ডোর বন্ধুঃ সোনির আবার সাবান, টুথপেষ্ট, ব্রাস আছে নাকি? স্যান্ডোঃ সোনি আমার রুম পার্টনারের ...

Rib tickling funny Bengali jokes

Rib tickling funny Bengali jokes. Win an argument with wife Bengali joke Text version of Win an argument with wife Bengali joke. বন্ধু ১ - বৌ এর সাথে তর্ক করার শুধুমাত্র দুটি উপায় আছে। বন্ধু ২ - উপায় দুটি কি কি? বন্ধু ১ - ছেড়ে দে, দুটোর মধ্যে একটাও কাজ করে না। France tour Bengali joke Text version of France tour Bengali joke. পেল্টো - ফ্রান্স থেকে কবে এসেছিস? কেমন কাটলো ফ্রান্সে? স্যান্ডো - ভালই কেটেছে। ওখানে অনেক কিছু দেখার আছে। খুব সুন্দর জায়গা। ঘুরে আর গল্প করে কাটিয়েছি। পেল্টো - ফ্রান্সের লোকেদের কথা বুঝতে তোর কোনো সমস্যা হয়নি? স্যান্ডো - আমার তো কোনো সমস্যা হয়নি। যা সমস্যা হওয়ার ওদের হয়েছে। Marriage in the heaven Bengali joke Text version of Marriage in the heaven Bengali joke. স্ত্রী - কিগো আমরা কি মারা যাওয়ার পর স্বর্গে যাব? স্বামী - হ্যাঁ। অবশ্যই আমরা স্বর্গে যাবো। স্ত্রী - স্বর্গে গিয়ে কি আমাদের আবার বিয়ে করতে হবে? স্বামী - স্বর্গে বিয়ে হয় না। স্ত্রী - কেন? স্বামী - স্বর্গে যদি বিয়ে হত তাহলে সেটা আর স্বর্গ থাকবে না। তাই স্বর্গে বিয়ে হয় না।

Biltu at the restaurant Bengali funny story

Funny stories in Bengali. Biltu at the restaurant Bengali funny story. Biltu at the restaurant Bengali funny story বাংলা হাসির ছোট গল্প রেস্তরায় খেতে যাওয়া। বিল্টু প্রথমবার রেস্তরায় খেতে গেছে।  বিল্টু কেতাদুরস্ত সেজে নিয়েছে। নিজের মধ্যে ভীষণ চালাক ভাব নিয়ে এসেছে। এবার রেস্তরায় ওয়েটার একটা মেনুবই নিয়ে বিল্টুর সামনে এসে বলল, "স্যার, কোনটা খাবেন? বিল্টু বেশ একটি চালাক ভাব নিয়ে খাবারের নামগুলো ভালো করে দেখে নিয়ে একদম শেষেরটাতে আঙ্গুল রেখে বলল, "এটা দিয়ে দিন"। ওয়েটার বলল, "স্যার, এটা তো আপনি খেতে পারবেন না"। বিল্টু বলল, "মেনুতে লিখে রেখেছেন অথচ এখন বলছেন খেতে পারবো না। এটা আবার কেমন ফাজলামো?" "স্যার, আপনি শেষেরটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু শেষেরটা হচ্ছে এই রেষ্টুরেন্টের মালিকের নাম। ওটা কি করে খাবেন, স্যার। ওয়েটারের উত্তর।