Bengali funny messages
Without you I will die Bengali funny message
Without you I will die Bengali funny message |
ভেবেছিলাম,
তুমি চলে গেলে মরেই যাবো।
ওমা,
আজ পর্যন্ত একটু জ্বরও আসলো না।
Where they are funny Bengali message
Where they are funny Bengali message |
বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, যুক্তিবাদী,
নেতা বুদ্ধিজীবিদের সবার দেখা
পাবেন পাড়ার চায়ের দোকানে
তবে তাদের কেউ দাম দেয় কিনা সেটা অবশ্য অন্য কথা।
Two minutes Bengali funny message
Two minutes Bengali funny message |
তোমাকে 2 মিনিট না দেখলে মনে
হয় 120 সেকেন্ড দেখি নাই....
To err is human funny message in Bengali
To err is human funny message in Bengali |
ভুল মানুষ মাত্রই হয়
তাই অযথা ভেঙে পড়বেন নাহ!
ঠাণ্ডা মাথায় ভাবুন,
দোষটা কার উপর চাপানো যায়!
Time stopped without you funny message in Bengali
Time stopped without you funny message in Bengali |
তুমি চলে যাওয়ার পর সময়টা থেমে গেছিলো।
তারপর দেখি ঘড়িটা নষ্ট হয়ে গেছে!
Temporary relation funny message in Bengali
Temporary relation funny message in Bengali |
ছোট ছোট রিলেশন গুলোতে বাচ্চার নাম
পর্যন্ত ঠিক হয়ে যায়, কিন্তু শেষে বাচ্চার
মা-বাবা গুলোই হারিয়ে যায়।
I learned it Bengali funny message
I learned it Bengali funny message |
এককালে আমি প্রচুর পড়তাম,
এখন আমি হাঁটা শিখে গেছি তাই আর
পড়ি না।
I can cook Bengali funny message
I can cook Bengali funny message |
আমি রান্না করতে পারি,
এটা আমার যোগ্যতা।
কেউ খাইতে পারেনা,
এটা তাদের ব্যর্থতা।
Haircut funny Bengali message
Haircut funny Bengali message |
চুল কাটার পর যদি মা বাবা প্রশংসা করে
তাহলে বুঝে নিও তোমাকে আসলে ঠিক কেমন লাগছে!
Good girl funny Bengali message
Good girl funny Bengali message |
র্বতমানে ছেলেরা নাকি ভালো মেয়ে খুঁজে পায় না।
পাবে কি করে আমি তো বাড়ি থেকেই বার হইনি।