Various funny jokes in Bengali.
Change recommended by doctor joke in Bengali
![]() |
Change recommended by doctor joke in Bengali |
মহিলাঃ ডাক্তারবাবু আমি জীবনে হাঁপিয়ে উঠেছি। আমার কিছুই ভালো লাগে না। আমি ভেবেই পাই না কি করলে ভালো লাগবে? বড়ই সমস্যা ডাক্তারবাবু কি করি?
ডাক্তারঃ আপনাকে চেক আপ করে দেখলাম সবকিছু ঠিকই আছে। আপনার দরকার চেঞ্জ এর।
মহিলাঃ এটা কোনো পরামর্শ হলো? গত কয়েক বছরের মধ্যে চার চারটে স্বামী, দুটো বাড়ি, এক ডজন রান্নার লোক, কাজের লোক, দুই ডজন গাড়ির ড্রাইভার চেঞ্জ করে ফেলেছি, আর কত চেঞ্জ করবো?
Definition of history Bengali joke
![]() |
Definition of history Bengali joke |
মেয়ে: ইতিহাস কী?
ছেলে: মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আধমরা হওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে!
Emergency service Bengali joke
![]() |
Emergency service Bengali joke |
-হ্যাঁলো, ফায়ার সার্ভিস?
-হ্যাঁ, বলুন।
-আগুন লেগে গেছে। আমার একটি ফুলের বাগান আছে, নানারকমের ফুলের গাছ রয়েছে বাগানটিতে…
-তাড়াতাড়ি বলুন কোথায় আসতে হবে?
-আমার বাগানের ফুলের গাছগুলো খুব দামী...
-কোথায় আগুন লেগেছে তাড়াতাড়ি বলুন।
-তাই জন্যেই তো ফোন করেছি। আগুন লেগেছে আমার পাশের বাড়ি। আপনারা তো আগুন নেভাতে আসবেন তাই অনুরোধ আপনারা যখন আগুন নেভাবেন সেই ফাঁকে আমার বাগানটাতে একটু জল ছিটিয়ে দিয়েন।
Four sentences Bengali joke
![]() |
Four sentences Bengali joke |
শিক্ষকঃগতকাল যে বলেছিলাম চারটা ইংরেজী বাক্য শিখে রাখতে, তা শিখে এসেছো ?
ছাত্রঃ নো স্যার।
শিক্ষকঃ কেন?
ছাত্রঃনাউ আই অ্যাম বিজি।
শিক্ষকঃ যতই ব্যাস্ত থাক তোমাকে বলতেই হবে।
ছাত্রঃ ডোন্ট ডিষ্টার্ব মি!
শিক্ষকঃকী! এত বড় সাহস!
ছাত্রঃ ইউ শাট আপ!
শিক্ষকঃ বেয়াদব ছেলে! তোমাকে শাস্তি দেওয়া হবে?
ছাত্রঃ কেন স্যার? আমি তো চারটি ইংরেজী বাক্যই বলতে পেরেছি!
Give me a drum Bengali joke
![]() |
Give me a drum Bengali joke |
ছেলে: বাবা আমাকে একটা ঢোল কিনে দিবা।
বাবা: না, ঢোল কিনে দিলে তুমি ঢোল বাজিয়ে সবাইকে বিরক্ত করবা।
ছেলে: না - না বিরক্ত করব না। সবাই যখন ঘুমিয়ে যাবে তখন বাজাবো।
I love you double insult joke in Bengali
![]() |
I love you double insult joke in Bengali |
ছেলেঃ আই লাভ ইউ!
মেয়েঃ অই আয়নাতে নিজের চেহারা দেখছিস কখনো?
ছেলেঃ: দেখছি বইলাই ত তর মত পেত্নির কাছে আসছি নাইলে তো ক্যাটরিনার কাছেই যাইতাম।
Knowledge about scientists teacher student Bengali joke
![]() |
Knowledge about scientists teacher student Bengali joke |
শিক্ষিকা- ১৮ শতকের বিজ্ঞানীদের সম্পর্কে কি জানো?
ছাত্র- তারা সবাই মারা গেছেন।
Marriage surprise joke in Bengali
![]() |
Marriage surprise joke in Bengali |
বান্ধবী ১- তুই তো বলতিস তুই কোনো ছেলেকে বিয়ে করবি না। ছেলেরা নাকি জানোয়ার পশু। এতকিছু বলার পরেও তুই তাহলে একটা ছেলেকে বিয়ে করলি!
বান্ধবী ২- ভেবে দেখলাম জীবজন্তু পোষাটাও মন্দ নয়!
Marry me Bengali joke
![]() |
Marry me Bengali joke |
ছেলে- তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে নির্ঘাত আমি মারা যাব।
মেয়ে- কেন মারা যাবে? পৃথিবীতে কত সুন্দরী মেয়ে আছে, তাদের একজনকে বিয়ে করবে।
ছেলে- তুমিই বিয়ে করতে চাইছো না সেখানে সুন্দরী মেয়ের কথা তো ভাবাই যায় না!
Three tall buildings Bengali joke
![]() |
Three tall buildings Bengali joke |
প্রথম বন্ধু: জানিস, যে বার চাঁদে গিয়েছিলাম, সেখানকার মানুষগুলো এত উন্নত; তারা এমন একটি বিল্ডিং বানিয়েছে যে একটি ছেলে একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গিয়েছিল। ছেলেটির মাটিতে পড়তে সময় লেগেছে পাঁচ বছর।
দ্বিতীয় বন্ধু: দূর, এ আর এমন কী। সেবার আমি গিয়েছিলাম মঙ্গলগ্রহে, সেখানকার মানুষগুলো আরো উন্নত। তারা এমন একটি বিল্ডিং বানিয়েছে যে একবার একটি শিশু ওই বিল্ডিংটার ছাদ থেকে পড়ে গিয়েছিল। মাটিতে পড়ার সময় দেখা গেল শিশুটির মুখের দাড়ি, গোঁফ সাদা হয়ে গেছে।
তৃতীয় বন্ধু: এটা কোন উঁচু বিল্ডিং হল? আমি একবার গিয়েছিলাম বৃহস্পতি গ্রহে। সেখানকার শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে একদিন একটা বানর পড়ে গিয়েছিল। মাটিতে পড়ার পর দেখা গেল বানরটা মানুষ হয়ে গেছে।
Two neighbours Bengali joke
![]() |
Two neighbours Bengali joke |
এক প্রতিবেশীর সাথে দেখা হল আরেক প্রতিবেশীর:
- শুভ সন্ধ্যা।
- সন্ধ্যা মানে? এই ভর দুপুরে বলছেন শুভ সন্ধ্যা?
- আমি খুবই দুঃখিত। কিন্তু কী করব বলুন, আপনাকে দেখলেই আমার চারপাশে সব অন্ধকার হয়ে আসে যে।