A village school Bengali funny story
A village school Bengali funny story |
Text version of A village school Bengali funny story.
এক গ্রামের স্কুল পরিদর্শনে এক পরিদর্শক অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন।
পরিদর্শক: আমাদের দেশের রাষ্ট্রপতি কে?
ছাত্র: উঠে দাঁড়িয়ে পেল্টো, স্যার।
পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে?
ছাত্র: ফেসিডেন্ট, জানিনা, স্যার।
পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমন করে? আমি তোমার নাম কেটে দিবো।
ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আপনি কাটবেন কি করে?
পরিদর্শক: তার মানে?
ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টাকা দিমু, তুই ক্লাসে বইবি।
পরিদর্শক (খুব রেগে): ছি! মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো।
ক্লাস শিক্ষক: আপনি আমার চাকরী খাবেন কেমন করে? আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেটা আসবে, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইসা থাকবি।
পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার?
প্রধান শিক্ষক: জ্বী, কোন সমস্যা?
পরিদর্শক: আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান।
প্রধান শিক্ষক: দেখুন আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি বেচা-কেনার দালালি করেন, কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন, আমাকে বলে গেল ইন্সপেক্টার আসলে তার হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা দিয়ে দিতে।
পরিদর্শক: এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন, আসলে আমার মামা ইন্সপেক্টার, ঠিকাদারির কাজও করেন, টেন্ডার সাবমিট করা নিয়ে ব্যস্ত আছেন, আমাকে বললো তুই আমার হয়ে পরিদর্শন করে আয়।