Fighting Bengali short story
Fighting Bengali short story |
Text version of Fighting Bengali short story.
একবার সংখ্যা ৯, ৮ কে জোরে এক থাপ্পড় মারল!
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, "আমাকে মারলে কেন ?"
৯ বলল আমি বড় তাই মেরেছি!
এ কথা শুনে ৮, ৭ কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল!
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল, "আমি বড় তাই মেরেছি!"
একই অজুহাত দেখিয়ে, এরপর ৭, ৬ কে;
৬, ৫ কে;
৫, ৪ কে;
৪, ৩ কে;
৩, ২ কে;
আর ২, ১ কে মারল!
এবার ১ গেল ০ কাছে,
কিন্তু "১" মারল না, মারা তো দূরের কথা, ভালোবেসে শূণ্যকে নিজের পাশে বসিয়ে নিল! দু'জনে মিলে "১০" হল!
তারা তখন ৯-এর থেকেও বেশী শক্তিশালী। হয়ে গেল!
তারপর থেকে "১০" কে সবাই সম্মান করতে শুরু করল!
নীতিকথাটি হলঃ
ছোট ছোট কারণে, নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করে, ব্যক্তিগত অহঙ্কার দূরে সরিয়ে, আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি, এতে আমাদের শক্তি বহু গুন বেড়ে যায়।