Morning tea Bengali funny story
Morning tea Bengali funny story |
Text version of Morning tea Bengali funny story:
পেল্টোর বৌ সকালে ঘুম থেকে উঠেছে। ওঠার পর পেল্টোকে ডেকে উঠিয়েছে।
পেল্টো ঘুমটা কাঁচা ছিল তবুও কাঁচা ঘুম ভেঙ্গে কোনোরকমে চোখ খুলে তাকিয়ে দেখতে পেল তার বৌ তার দিকে তাকিয়ে পেল্টোর ঘুম থেকে ওঠার অপেক্ষা করছে।
- তাড়াতাড়ি উঠে পড়, পেল্টোর বৌ পেল্টুকে বলল।
- কেন? কি হয়েছে আজকেও আবার ডেকে উঠাচ্ছ কেন এত সকালে?
- তুমি উঠে পড় আর আমার জন্য চা করে নিয়ে আসো।
পেল্টোর বৌ এর মুখে এই কথা শোনার পর পেল্টো কাঁচা ঘুম থেকে উঠেই তৈরি হতে শুরু করলো। এরপর চা না করে পেল্টোকে দরজার দিকে যেতে দেখে পেল্টোর বৌ জিজ্ঞেস করলো, কি ব্যাপার? তুমি তো দেখছি চা না করেই বেরিয়ে যাচ্ছ।
- আমি যাচ্ছি উকিলের কাছে। এই রোজ রোজ ঘুম থেকে উঠে চা করে নিয়ে আসা আমার আর সহ্য হচ্ছে না। এই বলে পেল্টো হন্ হন্ করে হাটা লাগিয়ে চলে গেল উকিলের বাড়িতে।
কিছুক্ষন পর পেল্টো ফিরে এসেছে। পেল্টোর বৌ পেল্টোকে দেখে জিজ্ঞেস করলো, গেছিলা উকিলের বাড়িতে?
- হ্যাঁ গেছিলাম, পেল্টো জানালো।
- এত তাড়াতাড়ি ফিরে এসেছো, দেখা হয়নি উকিলের সঙ্গে?
- দেখা তো হয়েছিল? কিন্তু দেখলাম উকিল বাসন মাজতেছে। আর হ্যাঁ সকালে ডেকে দিও, তোমাকে চা করে খাওয়াতে হবে তো!