সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

New jokes in Bengali

New jokes in Bengali.

Composed by: joklu.com
Graphics by joklu.com


Lazy friend joke in Bengali

Lazy friend joke in Bengali
Lazy friend joke in Bengali
Text version:
বাইসন ১ঃ তোর মত অলস আর হয় না। তুই একটা ভেড়া।
বাইসন ২ঃ ভেড়া তো ভালো। হাঃ হাঃ।
বাইসন ১ঃ তুই একটা ছাগল।
বাইসন ২ঃ ছাগল তো ভালো। হাঃ হাঃ।
বাইসন ১ঃ তুই তাহলে একটা আস্ত মানুষ।
বাইসন ২ঃ খবরদার! অপমানের একটা সীমা আছে।

New job joke in Bengali

New job joke in Bengali
New job joke in Bengali
Text version:
বন্ধু ১ - তোর মত অলস লোকের জন্য যোগ্য একটা কাজ আছে। করবি?
বন্ধু ২ - কি কাজ?
বন্ধু ১ - আসলে একটা সমস্যা হয়েছে? বেলতলায় ন্যাড়া আর যায় না। তাই সেই কাজটির জন্য তোকে বাছা হয়েছে।
বন্ধু ১ - মাথাটি ন্যাড়া করে নিয়ে বেলগাছ তলায় বসে থাকতে হবে। হাঃ হাঃ

Worst luck joke in Bengali

Worst luck joke in Bengali
Worst luck joke in Bengali
Text version:
বন্ধু ১ -কাল যেই ম্যাসেজটি পাঠিয়েছিলাম পেয়েছিলি?
বন্ধু ২ -যেটাতে তুই অভিনন্দন জানিয়েছিলি দশ কোটি টাকা পাওয়ার জন্য?
বন্ধু ১ -হ্যাঁ।
বন্ধু ২ -কিন্তু আমি তো এর মধ্যে কোন লটারি কাটিনি? 
বন্ধু ১ -সরি, তাহলে ওই ম্যাসেজটি তোর জন্য নয়।
বন্ধু ২ -তবে আগের সপ্তাহে কেটেছিলাম ওটাতেও কিছু পাইনি?
বন্ধু ১ -তাহলেও ওই ম্যাসেজটি তোর জন্য নয়। কি ফাটা কপাল তোর!

Yesterday I saw you joke in Bengali

Yesterday I saw you joke in Bengali
Yesterday I saw you joke in Bengali
Text version:
মেয়ে -গতকাল তোকে টিভিতে দেখেছিলাম।
ছেলে -তা কেমন দেখলি আমার ড্যান্স?
মেয়ে -তোকে দেখার সঙ্গে সঙ্গেই তো পালটে দিয়েছিলাম চ্যানেলটা!

Your partner joke in Bengali

Your partner joke in Bengali
Your partner joke in Bengali

Text version:
মেয়েঃ মানুষ কিভাবে তার সাথীকে ডাকে?
ছেলেঃ এই কুত্তা, আঃ আঃ
মেয়েঃ এইভাবে কাকে ডাকে?
ছেলেঃ আমার ভাইটাতো এইভাবেই তার খেলার সাথী কুকুরকে ডাকে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Married couple Bengali joke

Husband wife jokes in Bengali. Married couple Bengali joke. Married couple Bengali joke স্বামীঃ তুমি কি আমাকে বিয়ে করতে যদি আমার বাবা আমার জন্যে এত ধনসম্পত্তি না রেখে যেতেন? স্ত্রীঃ অবশ্যই! এটা কোন কথা নয় তোমার বাবা তোমার জন্য ধনসম্পত্তি রেখে গিয়েছিলেন, তোমার কাছে ধনসম্পত্তি থাকাটাই বড় কথা।

Bring me to eat Bengali riddle

Bring me to eat Bengali riddle. Bring me to eat Bengali riddle খাওয়ার জন্য বাংলা ধাঁধা। লোকজন আমাকে কিনে নিয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু আমাকে খায় না। বলতে হবে কোন জিনিষ এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * * * উত্তরঃ থালা, বাসনপত্র।

A village school Bengali funny story

A village school Bengali funny story A village school Bengali funny story Text version of A village school Bengali funny story. এক গ্রামের স্কুল পরিদর্শনে এক পরিদর্শক অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন। পরিদর্শক: আমাদের দেশের রাষ্ট্রপতি কে? ছাত্র: উঠে দাঁড়িয়ে পেল্টো, স্যার। পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে? ছাত্র: ফেসিডেন্ট, জানিনা, স্যার। পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমন করে? আমি তোমার নাম কেটে দিবো। ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আপনি কাটবেন কি করে? পরিদর্শক: তার মানে? ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টাকা দিমু, তুই ক্লাসে বইবি। পরিদর্শক (খুব রেগে): ছি! মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো। ক্লাস শিক্ষক: আপনি আমার চাকরী খাবেন কেমন করে? আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেটা আসবে, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইসা থাকবি। পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার? প্রধান শিক্ষক: জ্ব...

Funny teacher student jokes in Bengali

Funny teacher student jokes in Bengali. A new student Bengali joke A new student Bengali joke এক নতুন ছাত্র ক্লাসে আসার পর শিক্ষক- তোমার বাবা কি করেন? ছাত্র- মা যা বলেন তাই করেন। Earth is round proved by three facts Bengali joke Earth is round proved by three facts Bengali joke শিক্ষকঃ পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও। ছাত্রঃ প্রথম প্রমাণ আপনি বলেছেন, পৃথিবী গোলাকার। দ্বিতীয় আমার বাবা ঐ একই কথা বলেছেন আর তৃতীয় প্রমাণ, বইয়ে একথাই লেখা আছে। Excuse for being absent Bengali joke Excuse for being absent Bengali joke শিক্ষকঃ কাল তুই স্কুলে আসিসনি কেন? ছাত্রঃ স্যার আমার দিদা মারা গেছে। শিক্ষকঃ পিটায় তোর পিঠের ছাল আর রাখবো না। এই নিয়ে তিন-চার বার তুই দিদা মারা যাওয়ার অজুহাত দিচ্ছিস। ছাত্রঃ স্যার, দিদা যতবার মারা যায় দাদু ততবারই বিয়ে করে। Five subjects joke in Bengali Five subjects joke in Bengali শিক্ষক- স্যান্ডো, তুমি পাঁচটি বিষয়ের মধ্যে চারটে বিষয়েই ফেল করেছো। মাত্র একটি বিষয়েই পাশ করেছো। বাকি বিষয় গুলিতে তোমার কিসের সমস্যা? স্যান্ডো- কোনো সমস্যা নেই স্যার। আমি আসলে একটি বিষয়ে একটু বে...

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত...

Various funny jokes in Bengali

Various funny jokes in Bengali. Change recommended by doctor joke in Bengali Change recommended by doctor joke in Bengali মহিলাঃ ডাক্তারবাবু আমি জীবনে হাঁপিয়ে উঠেছি। আমার কিছুই ভালো লাগে না। আমি ভেবেই পাই না কি করলে ভালো লাগবে? বড়ই সমস্যা ডাক্তারবাবু কি করি? ডাক্তারঃ আপনাকে চেক আপ করে দেখলাম সবকিছু ঠিকই আছে। আপনার দরকার চেঞ্জ এর। মহিলাঃ এটা কোনো পরামর্শ হলো? গত কয়েক বছরের মধ্যে চার চারটে স্বামী, দুটো বাড়ি, এক ডজন রান্নার লোক, কাজের লোক, দুই ডজন গাড়ির ড্রাইভার চেঞ্জ করে ফেলেছি,  আর কত চেঞ্জ করবো? Definition of history Bengali joke Definition of history Bengali joke মেয়ে: ইতিহাস কী? ছেলে: মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আধমরা হওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে! Emergency service Bengali joke Emergency service Bengali joke -হ্যাঁলো, ফায়ার সার্ভিস? -হ্যাঁ, বলুন। -আগুন লেগে গেছে। আমার একটি ফুলের বাগান আছে, নানারকমের ফুলের গাছ রয়েছে বাগানটিতে… -তাড়াতাড়ি বলুন কোথায় আসতে হবে? -আমার বাগানের ফুলের গাছগুলো খুব দামী... -কোথায় আগুন লেগেছে তাড়াতাড়ি বলুন। -তাই জন্যেই তো ফোন করেছি। আগুন লেগেছে ...

Five frogs riddle in Bengali

Riddles in Bengali. Five frogs riddle in Bengali. Five frogs riddle in Bengali পাঁচটি ব্যাঙ পুকুরের ধারে দেওয়ালের উপর বসেছিল। তিনটি ব্যাঙ মনস্থ করলো জাম্প দিবে। কিন্তু কিছুক্ষন পর পাঁচটি ব্যাঙকেই পাঁচিলের উপর দেখা গেল। কিন্তু কেমন করে? . . . . উত্তরের . . . . জন্য . . . . নীচে . . . . দেখতে . . . . হবে।

Fun laugh husband wife Bengali jokes

Fun Laugh husband wife jokes সম্পর্ক খারাপ ও ভালো সময় দিয়ে পূর্ণ হতে পারে, তবে একটি সুস্থ বৈবাহিক সম্পর্ক বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি হল হাস্যরস। স্বামী এবং স্ত্রীর রসিকতা আপনার সম্পর্কের মধ্যে কিছুটা হাস্যরস আনার একটি দুর্দান্ত উপায়। স্বামী-স্ত্রীকে নিয়ে একটি কৌতুক উদ্বেগ, অভিমান দূর করতে পারে এবং একসাথে একটি উপভোগ্য সন্ধ্যায় নিয়ে যেতে সাহায্য করতে পারে। এটি একটি নক-নক বা শ্লেষ যাই হোক না কেন, এই স্বামী এবং স্ত্রীর কৌতুকগুলি শুধুমাত্র মজা করার জন্য, যা অবশ্যই আপনাকে  হাসতে সাহায্য করবে। Motorcycle helmet Bengali joke সরকার নির্দেশ দিয়েছে চালক পুরুষ হোক অথবা স্ত্রী, মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট অবশ্যই পড়তে হবে। এই খবর শোনার পর স্ত্রী ড্রেসের সাথে ম্যাচ করার জন্য সমস্ত রঙের ম্যাচিং হেলমেট কেনার আদেশ দিয়েছে স্বামীকে। স্বামীকে শেষ পর্যন্ত স্কুটি বেঁচে হেলমেটগুলো কিনতে হয়েছে। Math marks Bengali joke স্ত্রীঃ শুনছো, পাশের বাড়ির পিঙ্কি অঙ্কে একশোর মধ্যে নিরানব্বই নম্বর পেয়েছে। স্বামীঃ তাহলে আর ১ নম্বর কেন কম পেয়েছে? স্ত্রীঃ ওটা তোমার ছেলে নিয়ে এসেছে! W...