New jokes in Bengali.
Composed by: joklu.com
Graphics by joklu.com
Lazy friend joke in Bengali
Lazy friend joke in Bengali |
বাইসন ১ঃ তোর মত অলস আর হয় না। তুই একটা ভেড়া।
বাইসন ২ঃ ভেড়া তো ভালো। হাঃ হাঃ।
বাইসন ১ঃ তুই একটা ছাগল।
বাইসন ২ঃ ছাগল তো ভালো। হাঃ হাঃ।
বাইসন ১ঃ তুই তাহলে একটা আস্ত মানুষ।
বাইসন ২ঃ খবরদার! অপমানের একটা সীমা আছে।
New job joke in Bengali
New job joke in Bengali |
বন্ধু ১ - তোর মত অলস লোকের জন্য যোগ্য একটা কাজ আছে। করবি?
বন্ধু ২ - কি কাজ?
বন্ধু ১ - আসলে একটা সমস্যা হয়েছে? বেলতলায় ন্যাড়া আর যায় না। তাই সেই কাজটির জন্য তোকে বাছা হয়েছে।
বন্ধু ১ - মাথাটি ন্যাড়া করে নিয়ে বেলগাছ তলায় বসে থাকতে হবে। হাঃ হাঃ
Worst luck joke in Bengali
Worst luck joke in Bengali |
বন্ধু ১ -কাল যেই ম্যাসেজটি পাঠিয়েছিলাম পেয়েছিলি?
বন্ধু ২ -যেটাতে তুই অভিনন্দন জানিয়েছিলি দশ কোটি টাকা পাওয়ার জন্য?
বন্ধু ১ -হ্যাঁ।
বন্ধু ২ -কিন্তু আমি তো এর মধ্যে কোন লটারি কাটিনি?
বন্ধু ১ -সরি, তাহলে ওই ম্যাসেজটি তোর জন্য নয়।
বন্ধু ২ -তবে আগের সপ্তাহে কেটেছিলাম ওটাতেও কিছু পাইনি?
বন্ধু ১ -তাহলেও ওই ম্যাসেজটি তোর জন্য নয়। কি ফাটা কপাল তোর!
Yesterday I saw you joke in Bengali
Yesterday I saw you joke in Bengali |
মেয়ে -গতকাল তোকে টিভিতে দেখেছিলাম।
ছেলে -তা কেমন দেখলি আমার ড্যান্স?
মেয়ে -তোকে দেখার সঙ্গে সঙ্গেই তো পালটে দিয়েছিলাম চ্যানেলটা!