Funny Bengali jokes for fun.
Lion king Bengali joke
Lion king Bengali joke |
Text version:
শিয়াল - মহারাজ বনের রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন? কোন সমস্যা হয়েছে নাকি বলুন, এই বান্দা আপনার সেবায় হাজির।
সিংহ - বড়ই সমস্যা হয়ে গেছে, এক বন্ধুকধারীকে খেতে গিয়েছিলাম, ব্যাটা পায়ের মধ্যে গুলি করেছে। হাঁটতেই পারছি না।
শিয়াল - তাহলে রাস্তার মধ্যে নবাবের মতন ঘুমাচ্ছিস ক্যান? রাস্তাটা ছেড়ে সরে বস। আমার তাড়া আছে।
Winter birds Bengali joke
Winter birds Bengali joke |
Text version:
মেয়ে - আচ্ছা বলতো শীতকালে পাখিগুলো কোন দূর-দূরান্ত থেকে আমাদের এখানে কষ্ট করে উড়ে আসে কেন?
ছেলে - তাদের তো পয়সা নেই, তাই তারা ট্রেনের বা প্লেনের টিকিট কাটতে পারে না, তাই তাদেরকে কষ্ট করে উড়ে আসতে হয় ।
Introduction insult Bengali joke
Introduction insult Bengali joke |
Text version:
ছেলে ১ - এই আমার বন্ধুর সঙ্গে পরিচয় কর। ওর নাম পেল্টো।
মেয়ে - ওকে তো আমি চিনি। কালকেও টিভিতে দেখেছিলাম।
ছেলে ২ - তাই নাকি?
মেয়ে - হ্যাঁ দারুন স্মার্ট লাগছিল। হাঁটাচলাও খুব সুন্দর। খুব কিউট লাগছিল দেখতে। তবে একটা কথা আমি বুঝতে পারিনা, ওকে শুধু অ্যানিম্যাল প্লানেট চ্যানেলেই কেন দেখা যায়?