Various funny jokes in Bengali. Change recommended by doctor joke in Bengali Change recommended by doctor joke in Bengali মহিলাঃ ডাক্তারবাবু আমি জীবনে হাঁপিয়ে উঠেছি। আমার কিছুই ভালো লাগে না। আমি ভেবেই পাই না কি করলে ভালো লাগবে? বড়ই সমস্যা ডাক্তারবাবু কি করি? ডাক্তারঃ আপনাকে চেক আপ করে দেখলাম সবকিছু ঠিকই আছে। আপনার দরকার চেঞ্জ এর। মহিলাঃ এটা কোনো পরামর্শ হলো? গত কয়েক বছরের মধ্যে চার চারটে স্বামী, দুটো বাড়ি, এক ডজন রান্নার লোক, কাজের লোক, দুই ডজন গাড়ির ড্রাইভার চেঞ্জ করে ফেলেছি, আর কত চেঞ্জ করবো? Definition of history Bengali joke Definition of history Bengali joke মেয়ে: ইতিহাস কী? ছেলে: মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আধমরা হওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে! Emergency service Bengali joke Emergency service Bengali joke -হ্যাঁলো, ফায়ার সার্ভিস? -হ্যাঁ, বলুন। -আগুন লেগে গেছে। আমার একটি ফুলের বাগান আছে, নানারকমের ফুলের গাছ রয়েছে বাগানটিতে… -তাড়াতাড়ি বলুন কোথায় আসতে হবে? -আমার বাগানের ফুলের গাছগুলো খুব দামী... -কোথায় আগুন লেগেছে তাড়াতাড়ি বলুন। -তাই জন্যেই তো ফোন করেছি। আগুন লেগেছে ...