সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

The funniest of funny Bengali jokes, for laughs

The funniest of funny Bengali jokes, for laughs
এই বাংলা জোকস্‌গুলি শরীর এবং মন ভালো রাখে। হাসিখুশিতে দিন কাটানোর জন্য এই  বাংলা জোকস্‌ গুলো খুবই প্রয়োজনীয়। তাহলে হাসি শুরু করা যাক।

Crossing road joke in Bengali
Crossing road joke in Bengali
আজকে সকাল সকাল যখন আমি রওনা হচ্ছিলাম সেই সময় একটি বিড়াল আমার রাস্তা কেটে দিল।
আমি সেখানে দাঁড়ালাম, ভাবছিলাম সামনে যাব কি যাব না।
বিড়ালঃ আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনার তো বিয়ে হয়ে গেছে। তার থেকে খারাপ আর কি হতে পারে?

Mother-in-law replied Bengali joke
Mother-in-law replied Bengali joke
জামাই তার শ্বাশুড়ির সঙ্গে কথা বলছে।
জামাইঃ আপনার মেয়ের তো অনেক দোষ আছে।
শ্বাশুড়িঃ হ্যাঁ, সেইজন্যেই তো সে বিয়ের জন্য ভালো ছেলে পায়নি।

Which are the planets Bengali joke
Which are the planets Bengali joke
শিক্ষকঃ গ্রহ কোনগুলি?
স্যান্ডোঃ মঙ্গল, বুধ, শুক্র ইত্যাদি।
শিক্ষকঃ আরো বলো।
স্যান্ডোঃ আর সব ঠিক আছে উপরওয়ালার দয়ায়। আপনি?

Which brand Bengali joke
Which brand Bengali joke
স্যান্ডোর বন্ধুঃ তুই কোন ব্র্যান্ডের সাবান, টুথপেষ্ট, ব্রাস ব্যবহার করিস?
স্যান্ডোঃ সোনি সাবান, সোনি টুথপেষ্ট, সোনি ব্রাস।
স্যান্ডোর বন্ধুঃ সোনির আবার সাবান, টুথপেষ্ট, ব্রাস আছে নাকি?
স্যান্ডোঃ সোনি আমার রুম পার্টনারের নাম।

Broken doll Bengali joke
Broken doll Bengali joke
রিমি জোরে জোরে কাঁদছিলো।
রিমির মাঃ কাঁদছিস কেন?
রিমিঃ স্যান্ডো আমার পুতুল ভেঙ্গে ফেলেছে।
রিমির মাঃ কেমন করে?
রিমিঃ আমি পুতুলটা দিয়ে স্যান্ডোর মাথায় মেরেছিলাম।
The funniest of funny Bengali jokes, for laughs

Silent mom Bengali joke
Silent mom Bengali joke


পিতাঃ তোর মা আজকে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। কি ব্যাপার?
স্যান্ডোঃ মা আজকে আমার কাছে লিপ গার্ড চেয়েছিলো কিন্তু আমি ভুল করে ফেবিকুইক দিয়ে ফেলেছি।

Sando want to donate Bengali joke
Sando want to donate Bengali joke
স্যান্ডোঃ মা ১০টাকা দাওতো বাইরে একজন গরীব কে দিতে হবে।
মাঃ কোথায় গরীব?
স্যান্ডোঃ ঘরের বাইরেই তো দাঁড়িয়ে আছে, বেচারা এত রোদ্রের মধ্যে আইসক্রিম বিক্রি করছে।

Good news for you Bengali joke
Good news for you Bengali joke
স্যান্ডোঃ বাবা, একটি খুশির খবর আছে।
স্যান্ডোর বাবাঃ হ্যাঁ, বল শুনি।
স্যান্ডোঃ এই বছর আমার জন্য নতুন বই কেনার দরকার নেই।
স্যান্ডোর বাবাঃ বাঃ! ফ্রি তে পেয়ে গেছিস নাকি?
স্যান্ডোঃ না, এইবছর আমি পরীক্ষায় ফেল হয়ে গেছি।

Intelligent Pelto and his shop Bengali joke
Intelligent Pelto and his shop Bengali joke
স্যান্ডো জিলাপি ইত্যাদি বিক্রি করছিলো কিন্তু মুখে বলছিলো, আলু নিয়ে যান, আলু।
খরিদ্দারঃ কিন্তু এগুলো তো আলু নয়, মিষ্টি।
স্যান্ডোঃ চুপ করেন, মাছিগুলো শুনতে পেলে এখানে চলে আসবে।

A failed businessman Bengali joke
A failed businessman Bengali joke
একজন ব্যর্থ ব্যবসায়ী তার মোটা স্ত্রীকে বলছিলো…
তুমিই আমার জীবনের একমাত্র ইনভেস্টমেন্ট যা দ্বিগুণ হয়েছে।

Chicken special Bengali joke
Chicken special Bengali joke
ওয়েটারঃ স্যার, কি আনবো?
পেল্টোঃ চিকেন।
ওয়েটারঃ স্যানিশ চিকেন, ফ্রেঞ্চ চিকেন নাকি আফগানী?
পেল্টোঃ যে কোনো একটা আনলেই হবে, চিকেনের সাথে আমার কথা বলার সময় কোথায়!

Beautiful girl marry old man Bengali joke
Beautiful girl marry old man Bengali joke
একটি সুন্দরী মেয়ে এক বড়লোক বৃদ্ধকে বিয়ে করেছে।
বান্ধবীঃ তুই ওর মধ্যে কি এমন দেখলি যে বিয়ে করে নিলি?
বান্ধবীঃ এক তো ওর ইনকাম আর সেই সঙ্গে ওর দিন কম।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত...

Story of four friends Bengali funny short story

Funny short stories in Bengali. Story of four friends Bengali funny short story. Story of four friends Bengali funny short story

Bring me to eat Bengali riddle

Bring me to eat Bengali riddle. Bring me to eat Bengali riddle খাওয়ার জন্য বাংলা ধাঁধা। লোকজন আমাকে কিনে নিয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু আমাকে খায় না। বলতে হবে কোন জিনিষ এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * * * উত্তরঃ থালা, বাসনপত্র।

Black riddle in Bengali

Black riddle in Bengali. Black riddle in Bengali বাংলা ধাঁধা কালো। এটিকে কেনার সময় এটি কালো থাকে। যখন এটিকে ব্যবহার করা হয় তখন এটি লাল। যখন এটিকে ফেলে দেওয়া হয় তখন এটি ধুসর। কি এটি? উত্তরটি নীচে দেওয়া আছে। * * * * * * * * * * * * * * * * উত্তরঃ কয়লা।

Married couple Bengali joke

Husband wife jokes in Bengali. Married couple Bengali joke. Married couple Bengali joke স্বামীঃ তুমি কি আমাকে বিয়ে করতে যদি আমার বাবা আমার জন্যে এত ধনসম্পত্তি না রেখে যেতেন? স্ত্রীঃ অবশ্যই! এটা কোন কথা নয় তোমার বাবা তোমার জন্য ধনসম্পত্তি রেখে গিয়েছিলেন, তোমার কাছে ধনসম্পত্তি থাকাটাই বড় কথা।

Biltu at the restaurant Bengali funny story

Funny stories in Bengali. Biltu at the restaurant Bengali funny story. Biltu at the restaurant Bengali funny story বাংলা হাসির ছোট গল্প রেস্তরায় খেতে যাওয়া। বিল্টু প্রথমবার রেস্তরায় খেতে গেছে।  বিল্টু কেতাদুরস্ত সেজে নিয়েছে। নিজের মধ্যে ভীষণ চালাক ভাব নিয়ে এসেছে। এবার রেস্তরায় ওয়েটার একটা মেনুবই নিয়ে বিল্টুর সামনে এসে বলল, "স্যার, কোনটা খাবেন? বিল্টু বেশ একটি চালাক ভাব নিয়ে খাবারের নামগুলো ভালো করে দেখে নিয়ে একদম শেষেরটাতে আঙ্গুল রেখে বলল, "এটা দিয়ে দিন"। ওয়েটার বলল, "স্যার, এটা তো আপনি খেতে পারবেন না"। বিল্টু বলল, "মেনুতে লিখে রেখেছেন অথচ এখন বলছেন খেতে পারবো না। এটা আবার কেমন ফাজলামো?" "স্যার, আপনি শেষেরটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু শেষেরটা হচ্ছে এই রেষ্টুরেন্টের মালিকের নাম। ওটা কি করে খাবেন, স্যার। ওয়েটারের উত্তর।

Incredible dad jokes in Bengali part one

Incredible dad jokes in Bengali. 30th February incredible dad joke in Bengali. 30th February incredible dad joke in Bengali ৩০শে ফেব্রুয়ারী বাবার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যালেন্ডার থেকে ঐ তারিখটি বাদ দিয়ে দেওয়া হয় কারণ বাবা ঐ দিনটি রিজার্ভ করে নিয়েছে। Incredible dad living room joke in Bengali. Incredible dad living room joke in Bengali তোর বাবা নাকি কোনো কোনো দিন দরজা খোলা রেখেই ঘুমিয়ে যায়? হ্যাঁ। তবে একটি সাধারণ শোবার ঘরে থাকা ২৬১২টি জিনিষ ব্যবহার করে একজন অনধিকারপ্রবেশকারীকে বাবা ইচ্ছা করলে মারতে পারবে, জিনিষগুলির মধ্যে রুমটিকেও ধরা হয়েছে। Ghosts are scared incredible dad joke in Bengali. Ghosts are scared incredible dad joke in Bengali ভূতেরা অনেকদিন থেকেই তর্কবিতর্ক করে যাচ্ছে বাবা সত্যি আছে কি নেই। তবে ভূতগুলো বাবাকে ভয় পায়। When dad gets angry incredible dad joke in Bengali. When dad gets angry incredible dad joke in Bengali বাবা যদি কখনো সূর্যের উপর রেগে যায়, তখন এটি চাঁদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এই ঘটনা যখন ঘটে তখন এটিকেই বলা হয় সূর্যগ্রহণ। Pluto incredible dad joke in Bengal...

Bengali short riddles with answers

Bengali short riddles with answers Click to view the answer. প্রশ্নগুলির উপরে ক্লিক করলে উত্তর দেখতে পাওয়া যাবে। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না? উওর: তুমি কি ঘুমিয়ে গেছ? পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে। উওর: মেঘ। কোন জিনিস কাটলে বাড়ে? উওর: পুকুর। আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে? উওর: নাম। কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই? উওর: ভুট্টা। কোন গান গাওয়া যায় না? উওর: বাগান। কোন রাণী পুরুষও হয়? উওর: কেরানী।! কোন হাঁস ডিম পারে না? উওর: ইতিহাস। নারিরা এমন একটা জিনিস পরে স্বামী ছাড়া সবাই দেখে কি এটি? উওর: বিধবা হওয়ার পর সাদা শাড়ি। কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার? উওর: ব্ল্যাকবোর্ড।