Bengali funny stories for laugh and fun
স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প
বয়স্ক স্বামী-স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো।
স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম, আয়েশ, সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে।
এই শুনে স্বামী-স্ত্রী জিজ্ঞেস করলো, “আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয়, তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো।
এই শুনে স্বর্গের দূত বললেন, স্বর্গে কারোর শরীর খারাপ হয় না।
এই কথা শোনার পর স্বামী-স্ত্রী খুবই দুঃখ করছিলো, কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন।
ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প
এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল, ‘সর্বনাশ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত, তাহলে আমাদের আর প্রাণে বাঁচতে হতো না!’
রাজার প্রজা বাংলা হাসির গল্প
একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বললেন, সব স্বামীরাই বউয়ের কথা শোনে। রাজা রানীর কথায় একমত হলেন না। তখন তারা একে অপরের সাথে তর্ক করতে শুরু করে দিল। এক সময় রাজা রানীকে বললেন, ঠিক আছে কালই প্রমাণ হয়ে যাবে কে কার কথা শোনে।পরের দিন রাজ্যে ঘোষণা করা হল "সব বিবাহিত প্রজাদের জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন"। তখন রাজ্যের সব বিবাহিত প্রজারা হুড়োহুড়ি করে রাজপ্রাসাদের সামনে হাজির হলো। রাজদরবারের সামনে দুইটা সাইনবোর্ড লাগানো হলো, ১টা যারা বউয়ের কথা শোনে তাদের লাইন আরেকটা যারা বউয়ের কথা শোনে না তাদের লাইন। তখন সবাই ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে দাঁড়ালো। কিন্তু পেল্টো বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাঁড়ালো।
রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন, যাক রাজ্যে একজন তো আছে যে বউয়ের কথা শোনে না। তখন রাজা কৌতুহলী হয়ে পেল্টোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তুমি এই লাইনে এসে দাঁড়ালে কেন ?
তখন পেল্টো বললো, "আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে যেতে মানা করেছে।"
রেলওয়েতে চাকরি বাংলা হাসির গল্প
রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে। একটি ছেলেকে সবার পছন্দ হল। তারা ছেলেটিকে একটু বাজিয়ে নিতে চাইলেন।
-ধর,
একটা
দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ
দেখলে লাইন ভাঙা। ট্রেনটা
থামানো দরকার। কী করবে তুমি?
-লাল
নিশান ওড়াব।
-যদি
রাত হয়?
-লাল
আলো দেখাবো।
-লাল
আলো যদি না থাকে?
-আমার
কাছে যেই আলো থাকবে তার উপরে
লাল কাপড় বা লাল কিছু রেখে আলো
দেখাব।
-যদি
কোনো ধরনের আলো না থাকে?
-তা
হলে আমার বন্ধুকে ডাকবো।
-বন্ধুকে!
তোমার
বন্ধু এসে কী করবে?
-কিছু
করবে না। সাংবাদিক হিসেবে ওর
অনেক দিনের শখ একটা দুর্ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটার আগেই
এসে পৌছানোর।
পেল্টোর ঘড়ি বাংলা হাসির গল্প
পেল্টো মারা গেছে...
পেল্টো, স্বর্গে গিয়ে দেখল সেখানে প্রচুর ঘড়ি রাখা আছে।
পেল্টো দেবদূত কে জিজ্ঞেস করল, এখানে এত ঘড়ি কেন রাখা আছে?
দেবদুত বলল, এগুলো হল মিথ্যা ঘড়ি, সবার জন্য একটা করে ঘড়ি আছে। যখনই কেউ মিথ্যা বলবে, তখনই তার ঘড়ি ঘুরবে।
পেল্টো তখন একটা ঘড়ি দেখিয়ে জিজ্ঞাসা করল, এটা কার ঘড়ি, একদমই ঘোরেনি?
দেবদুত জানালো, এটা মাদার তেরেসার ঘড়ি, এটা কখনোই ঘোরে না। কারণ উনি কখনো মিথ্যা বলেন না।
পেল্টো তখন খুব উৎসাহিত হল এবং জিজ্ঞাসা করল, আচ্ছা, আমার ঘড়িটা কোথায়? এখানে দেখতে পাচ্ছিনা তো!
দেবদুত বলল, ওটা আমাদের অফিসে রাখা আছে, ওটা আমরা এখন টেবিল ফ্যান হিসাবে ব্যবহার করি।