Funny stories in Bengali.
Gunshot Bengali funny story.
বৃদ্ধ লোকটি গল্প করতে ভালোবাসে। তাই যখনি কারো সঙ্গে দেখা হয় নানারকমে গল্প করতে শুরু করে। তার বয়স এখন নব্বই।
এই বয়সে এসেও তিনি একটি ছেলের বাবা হয়েছেন। তাই খুশিতে তিনি পার্কে আসলেন এবং এসে দেখলেন বসার জায়গাটিতে একজন যুবক একাই বসে আছে। তিনি যুবকটির পাশে এসে বসলেন। কিছুক্ষনের মধ্যেই তিনি যুবকটির সঙ্গে আলাপ করলেন।
তিনি যুবকটিতে জিজ্ঞেস করলেন সে বিয়ে করেছে কিনা?
যুবকটি জানালো না সে বিয়ে করেনি।
এরপর বৃদ্ধ লোকটি যুবকটিকে জানালো কিছুদিন আগে বৃদ্ধের বৌটি মারা গেছে এবং এরপর তিনি আবার একটি বিয়ে করেছেন। তার নতুন বৌ বয়সেও তার থেকে অনেক কম এবং কয়েকদিন আগে তার একটি ছেলে হয়েছে।
তিনি যুবকটিকে বললেন তিনি আগেকার লোক তাই জন্যেই এই বয়সেও এটা সম্ভব হয়েছে।
যুবকটি জানালো, “আমি আপনাদের চিনিনা, কিন্তু আমার একটি ঘটনার কথা মনে পড়ে গেল।
যুবকটি বলতে শুরু করলো, একবার একটি লোক জঙ্গলে গিয়েছিল। হাতে ছিল শুধু একটি লাঠি। কিন্তু কপাল খারাপ ছিল, তাই একটি বাঘ লোকটিকে দেখে ফেলল এবং লোকটির দিকে এগিয়ে আসতে শুরু করলো।
লোকটি নিরুপায় হয়ে লাঠিটি বন্দুকের মতো করে বাঘটির দিকে তাক করে ধরলো এবং বাঘটি যখন আরো কাছে এসে গেল সেই সময় লোকটি চোখ বন্ধ করলো এবং গুরুম করে একটি বন্দুকের গুলি করার শব্দ হবার পর লোকটি চোখ খুলতেই দেখলো বাঘটি মারা গেছে। কি আশ্চর্য!
এই পর্যন্ত শুনে বৃদ্ধ বললো এটা অসম্ভব লাঠি থেকে গুলি বেরোতে পারে না, নিশ্চয়ই অন্য কেউ গুলি করেছে।
যুবকটি জানালো ঠিকই বলেছেন। এই বলে যুবকটি নিজের কাজে চলে গেল।
Gunshot Bengali funny story.
বৃদ্ধ লোকটি গল্প করতে ভালোবাসে। তাই যখনি কারো সঙ্গে দেখা হয় নানারকমে গল্প করতে শুরু করে। তার বয়স এখন নব্বই।
এই বয়সে এসেও তিনি একটি ছেলের বাবা হয়েছেন। তাই খুশিতে তিনি পার্কে আসলেন এবং এসে দেখলেন বসার জায়গাটিতে একজন যুবক একাই বসে আছে। তিনি যুবকটির পাশে এসে বসলেন। কিছুক্ষনের মধ্যেই তিনি যুবকটির সঙ্গে আলাপ করলেন।
তিনি যুবকটিতে জিজ্ঞেস করলেন সে বিয়ে করেছে কিনা?
যুবকটি জানালো না সে বিয়ে করেনি।
এরপর বৃদ্ধ লোকটি যুবকটিকে জানালো কিছুদিন আগে বৃদ্ধের বৌটি মারা গেছে এবং এরপর তিনি আবার একটি বিয়ে করেছেন। তার নতুন বৌ বয়সেও তার থেকে অনেক কম এবং কয়েকদিন আগে তার একটি ছেলে হয়েছে।
তিনি যুবকটিকে বললেন তিনি আগেকার লোক তাই জন্যেই এই বয়সেও এটা সম্ভব হয়েছে।
যুবকটি জানালো, “আমি আপনাদের চিনিনা, কিন্তু আমার একটি ঘটনার কথা মনে পড়ে গেল।
যুবকটি বলতে শুরু করলো, একবার একটি লোক জঙ্গলে গিয়েছিল। হাতে ছিল শুধু একটি লাঠি। কিন্তু কপাল খারাপ ছিল, তাই একটি বাঘ লোকটিকে দেখে ফেলল এবং লোকটির দিকে এগিয়ে আসতে শুরু করলো।
লোকটি নিরুপায় হয়ে লাঠিটি বন্দুকের মতো করে বাঘটির দিকে তাক করে ধরলো এবং বাঘটি যখন আরো কাছে এসে গেল সেই সময় লোকটি চোখ বন্ধ করলো এবং গুরুম করে একটি বন্দুকের গুলি করার শব্দ হবার পর লোকটি চোখ খুলতেই দেখলো বাঘটি মারা গেছে। কি আশ্চর্য!
এই পর্যন্ত শুনে বৃদ্ধ বললো এটা অসম্ভব লাঠি থেকে গুলি বেরোতে পারে না, নিশ্চয়ই অন্য কেউ গুলি করেছে।
যুবকটি জানালো ঠিকই বলেছেন। এই বলে যুবকটি নিজের কাজে চলে গেল।