সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Funny jokes in Bengali

Funny jokes in Bengali.


A crashed helicopter Bengali joke

A crashed helicopter Bengali joke
A crashed helicopter Bengali joke
একটি হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে...
পুলিস অফিসারঃ কেমন করে এটা হয়েছে?
পাইলটঃ উপরে খুব ঠাণ্ডা লাগছিল তাই পাখা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেই এই দুর্ঘটনা।


Bicycle shop Bengali joke

Bicycle shop Bengali joke
Bicycle shop Bengali joke
ছোট্ট খোকা এক সকালে দোকানের একটা সাইকেল দেখিয়ে বলল-
খোকা : আঙ্কেল, আপনাদের এই সাইকেলটা কি রাত পর্যন্ত থাকবে?
দোকানদার : নিশ্চয়ই। কিন্তু কেন?
খোকা : কারণ, আমি এখন বাড়ি গিয়ে সাইকেলটা কেনার জন্য ঘ্যান ঘ্যান শুরু করব। দুপুর নাগাদ বিরক্ত হয়ে মা আমাকে মারবেন। সন্ধ্যা অবধি আমার কান্না থামবে না।
বাধ্য হয়ে রাতে বাবা আমাকে সাইকেলটা কিনে দেবেন।


Birthday invite Bengali joke

Birthday invite Bengali joke
Birthday invite Bengali joke
মেয়ে: শোন, আগামী রোববার আমার জন্মদিন। সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস।
ছেলে: অবশ্যই আসব। কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না।
মেয়ে: শোন, চৌরাস্তার মোড় থেকে ডান দিকে এসে বাম দিকের প্রথম গলিতে ঢুকে সোজা এগিয়ে ডান পাশের গলিটার শেষ মাথায় আমাদের বাড়ি। বাড়ির তিন তলায় উঠে ডান পাশের দরজায় কনুই দিয়ে ডোরবেল বাজাবি, ব্যস্, আমি দরজা খুলে দেব।
ছেলে: কনুই দিয়ে বেল বাজাতে হবে কেন? হাত দিয়ে বাজালে কী হয়?
মেয়ে: ওমা! তোর হাতে উপহারের বাক্স থাকবে না! হাত দিয়ে বেল বাজাবি কী করে?


Divorce wanted Bengali joke

Divorce wanted Bengali joke
Divorce wanted Bengali joke
হুজুর এই বৌ নিয়ে আমি আর ঘর করতে পারছি না।
জজ্‌: কেন?
পেল্টো: যা পায় হাতের কাছে তাই ছুড়ে মারে।
জজ্‌: তাহলে দশ বছর পর কেন ডিভোর্স চাইছেন?
পেল্টো: এতদিন নিশানা ভালো ছিল না। এই দশ বছরে নিশানা ভালো হয়েছে। একটাও ফসকায় না।


Ears burned Bengali joke

Ears burned Bengali joke
Ears burned Bengali joke
ভদ্রমহিলা: ডাক্তার ম্যাডাম, আমার দুটো কান পুড়ে গেছে।
ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠাৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!


Hide and seek with wife Bengali joke

Hide and seek with wife Bengali joke
Hide and seek with wife Bengali joke
স্ত্রী : চলো আমরা লুকোচুরি খেলা খেলি, তুমি যদি আমায় খুঁজে পাও তাহলে তুমি আমাকে নিয়ে শপিং-এ যাবে।
স্বামী : আর যদি খুঁজে না পাই?
স্ত্রী: এমন কথা বলোনা জান, আমি তো ঐ বেড রুমের দরজাটার পিছনে লুকাব।


Liar boyfriend Bengali joke

Liar boyfriend Bengali joke
Liar boyfriend Bengali joke
এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছে..

১ম মেয়েঃ আজকালকার ছেলেদের কোন বিশ্বাস নাই আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাইনা।
২য় মেয়েঃ কেন? তুই কি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলেছিস?

১ম মেয়েঃ আরে না! ও আমাকে আরেক ছেলের সাথে ঘুরতে দেখে ফেলেছে।

কালকে ও আমাকে বলছিল ও নাকি শহরের বাইরে যাবে...
মিথ্যুক, বদ, ধোঁকাবাজ…


Mother in law Bengali joke

Mother in law Bengali joke
Mother in law Bengali joke

একজন ভাগ্যবতী বৌমার শাশুড়ি ঘরে এসেই বৌমার চিন্তিত মুখ বুঝতে পারলেন কি হয়েছে...
তাই তিনি জিজ্ঞেস করলেন, বৌমা নেট প্যাক আছে নাকি রিচার্জ টা করিয়ে দেব?


My mom likes you Bengali joke

My mom likes you Bengali joke
My mom likes you Bengali joke

মেয়েঃ আমার মার তোমাকে খুব পছন্দ হয়েছে।
ছেলেঃ কিন্তু বিয়ে তো আমি তোমাকে করবো, তোমার মাকে বলে দিও যেন আমাকে ভুলে যায়।


Road accident Bengali joke

Road accident Bengali joke
Road accident Bengali joke

একটি সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে পেল্টোকে আদালতে হাজির করা হয়েছে।

উকিলঃ কিভাবে ঘটালেন দূর্ঘটনাটা?

পেল্টোঃ কোন দুর্ঘটনা।

উকিলঃ যেই দুর্ঘটনাটির জন্য আপনি এখন আদালতে।

পেল্টোঃ দুর্ঘটনা ঘটার আগেই তো গাড়ি চালাতে চালাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দূর্ঘটনার সময় জেগে থাকলে না হয় বলতে পারতাম কেমন করে ঘটেছে।


এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Three doors Bengali riddle

Three doors Bengali riddle. Three doors Bengali riddle তিনটি দরজা বাংলা ধাঁধা। একটি লোক গাড়ি নিয়ে যাচ্ছে। লোকটি তিনটি বন্ধ দরজা দেখতে পেল। একটি সোনার দরজা। একটি হীরার দরজা এবং একটি রূপার দরজা। সে কোন দরজা প্রথমে খুলবে? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * * * উত্তরঃ তার গাড়িটির দরজা।

What Allah never do short Bengali story

What Allah never do short Bengali story What Allah never do short Bengali story Text version: একদিন শিক্ষক, তার বুদ্ধিমান ছাত্র হাফিজকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো হাফিজ, আল্লাহ কোনটা করতে পারেন না? শিক্ষকের এধরনের কথা শুনে উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে যারা হাফিজকে ঈর্ষা করতো তারা মনে মনে ভাবল, এবার নিশ্চয়ই হাফিজ জব্দ হবে। কারণ, আল্লাহ পারেন না এরকম কিছু হয় নাকি!  সবাই তার দিকে তাকিয়ে আছে। হাফিজ মুচকি হেসে বললো, আল্লাহ সবই পারেন, কেবল একটি কাজ করেন না।  তা হলো অবিচার।

Go to toilet with a mobile Bengali funny story joke

Funny story jokes in Bengali. Go to toilet with a mobile Bengali funny story joke. Go to toilet with a mobile Bengali funny story joke লোকটি টয়লেটে বসে বসে একমনে মোবাইল চালাচ্ছিল। একসময় হঠাৎ মোবাইলটি হাত ফস্কে কমোডের মধ্যে পড়ে গেল। পড়ল তো পড়ল একেবারে কমোডের ভেতরে ঢুকে গেল। লোকটির একটি মাত্র মোবাইল, তাছাড়া লোকটি গরীব তাই এখন নতুন মোবাইল কেনাও সম্ভব নয়, যার ফলে এই ঘটনায় লোকটি শোকে এতটাই কাতর হয়ে পড়ল, টয়লেটে বসেই কান্না শুরু করে দিল। অনেকক্ষন ধরে কাঁদার পর এই কান্না সহ্য করতে না পেরে এক দৈত্য বের হয়ে এসে লোকটির হাতে একটি মোবাইল ধরিয়ে দিয়ে বলল, “এই নাও তোমার মোবাইল। তোমার কান্না তো দেখছি আর থামছেই না। আর কেঁদোনা, এবার খুশী তো? লোকটি জানালো, “আমি গরীব হতে পারি কিন্তু আমি লোভী নই। এই সোনার মোবাইলটা আমার নয়। আমারটাতো পুরোনো মোবাইল। এই সোনার মোবাইল আমি চাই না, চাই না, চাই না, আমার পুরোনো মোবাইলটাই আমাকে ফেরৎ দিন।” এই শুন্যে দৈত্য রেগে গিয়ে লোকটিকে একটি চড় দিয়ে বলল, “নিজের মোবাইল চিনতে পারছিস না? এইটাই তোর সেই পুরোনো মোবাইল ভালো করে ধুয়ে দেখ!”

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত...

Sleeping comfort Bengali funny story joke

Funny story jokes in Bengali. Sleeping comfort Bengali funny story joke. Sleeping comfort Bengali funny story joke এক ব্যাটাকে ফুটপাতে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে পেল্টো জিজ্ঞেস করলো, আরামে ঘুমাচ্ছিস কাজ করতে পারিস না? ঘুম থেকে উঠে বেকার ছেলেটি পেল্টোকে বলল, “কাজ করে কি হবে?” পেল্টো বলল, “কেন কাজ করে টাকা উপার্জন করতে পারবি।” টাকা দিয়ে কি করবো? গাড়ি কিনতে পারবি, বাড়ি করতে পারবি। বাড়ি গাড়ি দিয়ে কি করবো? আরামে ঘুম দিতে পারবি। বেকার ছেলেটি এবার হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, “তাহলে এতক্ষন আমি কি করতেছিলাম?”

Book reading while drunk Bengali funny story joke

Book reading while drunk Bengali funny story joke. Book reading while drunk Bengali funny story joke

Pelto is ill Bengali story joke

Funny story jokes in Bengali. Pelto is ill Bengali story joke. Pelto is ill Bengali story joke পেল্টো  খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই পেল্টোর বউ পেল্টোকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তারবাবু নানারকম চেক-আপ করে পেল্টোর বউকে বাইরে ডেকে নিয়ে বলল, “ওনার শরীরের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা- পয়সা চেয়ে বিরক্ত করবেন না।  কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবেন না। এভাবে ছয় মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।” ডাক্তার চলে গেলে পেল্টো তার বউয়ের কাছে জানতে চাইল যে, “ডাক্তার কি বলেছে?” পেল্টোর বউ উত্তর দিল, “তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।”

Laughing loudly Bengali jokes

Laughing loudly Bengali jokes হাসি সংক্রামক, যার মানে মজার জোকসের মাধ্যমে আপনার মধ্যে ঘটবে হাসির সংক্রমন এবং আপনার আশেপাশের লোকেদের মধ্যে হাসির সংক্রমন ছড়িয়ে দিতে পারেন। আপনি যখন মন খারাপ করেন বা বসে বসে বোর হচ্ছেন অথবা হাসির খোঁজ করছেন, তাহলে জোকলুর বাংলা জোকস্‌ গুলি আপনাকে হাসতে সাহায্য করবে। Ministers with me Bengali joke স্যান্ডোঃ যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেইজন্য নিজের ঘরের সুখশান্তি বজায় রাখার জন্য একটি সিস্টেম তৈরি করেছি। এতে আমার স্ত্রী অর্থমন্ত্রী, আমার শ্বাশুড়ি প্রতিরক্ষা মন্ত্রী, আমার শ্বশুড় বিদেশ মন্ত্রী এবং আমার শালী জনসংযোগ মন্ত্রী। পেল্টোঃ তাহলে তুই প্রধানমন্ত্রী? স্যান্ডোঃ নারে বন্ধু, আমি তো জনগণ। Lamborghini dating Bengali joke একটি ছেলে এবং একটি মেয়ে ল্যাম্বরজিনি কার নিয়ে ডেটিং করতে গেছে। ছেলেঃ আমি তোমাকে আজকে একটি কথা বলতে চাই যা এতদিন বলা হয়নি। মেয়েঃ কি কথা? ছেলেঃ আমি বিবাহিত। মেয়েঃ তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলা। আমি ভাবছিলাম ল্যাম্বরজিনি গাড়িটি তোমার নয়! Meet our Principal Bengali joke কলেজে। ছেলেঃ এখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। মেয়েঃ চলো। ছেলেঃ কোথায়? ম...