Funny jokes in Bengali.
A crashed helicopter Bengali joke
![]() |
A crashed helicopter Bengali joke |
একটি হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে...
পুলিস অফিসারঃ কেমন করে এটা হয়েছে?
পাইলটঃ উপরে খুব ঠাণ্ডা লাগছিল তাই পাখা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেই এই দুর্ঘটনা।
Bicycle shop Bengali joke
![]() |
Bicycle shop Bengali joke |
ছোট্ট খোকা এক সকালে দোকানের একটা সাইকেল দেখিয়ে বলল-
খোকা : আঙ্কেল, আপনাদের এই সাইকেলটা কি রাত পর্যন্ত থাকবে?
দোকানদার : নিশ্চয়ই। কিন্তু কেন?
খোকা : কারণ, আমি এখন বাড়ি গিয়ে সাইকেলটা কেনার জন্য ঘ্যান ঘ্যান শুরু করব। দুপুর নাগাদ বিরক্ত হয়ে মা আমাকে মারবেন। সন্ধ্যা অবধি আমার কান্না থামবে না।
বাধ্য হয়ে রাতে বাবা আমাকে সাইকেলটা কিনে দেবেন।
Birthday invite Bengali joke
![]() |
Birthday invite Bengali joke |
মেয়ে: শোন, আগামী রোববার আমার জন্মদিন। সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস।
ছেলে: অবশ্যই আসব। কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না।
মেয়ে: শোন, চৌরাস্তার মোড় থেকে ডান দিকে এসে বাম দিকের প্রথম গলিতে ঢুকে সোজা এগিয়ে ডান পাশের গলিটার শেষ মাথায় আমাদের বাড়ি। বাড়ির তিন তলায় উঠে ডান পাশের দরজায় কনুই দিয়ে ডোরবেল বাজাবি, ব্যস্, আমি দরজা খুলে দেব।
ছেলে: কনুই দিয়ে বেল বাজাতে হবে কেন? হাত দিয়ে বাজালে কী হয়?
মেয়ে: ওমা! তোর হাতে উপহারের বাক্স থাকবে না! হাত দিয়ে বেল বাজাবি কী করে?
Divorce wanted Bengali joke
হুজুর এই বৌ নিয়ে আমি আর ঘর করতে পারছি না।
জজ্: কেন?
পেল্টো: যা পায় হাতের কাছে তাই ছুড়ে মারে।
জজ্: তাহলে দশ বছর পর কেন ডিভোর্স চাইছেন?
পেল্টো: এতদিন নিশানা ভালো ছিল না। এই দশ বছরে নিশানা ভালো হয়েছে। একটাও ফসকায় না।
Ears burned Bengali joke
![]() |
Ears burned Bengali joke |
ভদ্রমহিলা: ডাক্তার ম্যাডাম, আমার দুটো কান পুড়ে গেছে।
ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠাৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!
Hide and seek with wife Bengali joke
![]() |
Hide and seek with wife Bengali joke |
স্ত্রী : চলো আমরা লুকোচুরি খেলা খেলি, তুমি যদি আমায় খুঁজে পাও তাহলে তুমি আমাকে নিয়ে শপিং-এ যাবে।
স্বামী : আর যদি খুঁজে না পাই?
স্ত্রী: এমন কথা বলোনা জান, আমি তো ঐ বেড রুমের দরজাটার পিছনে লুকাব।
Liar boyfriend Bengali joke
![]() |
Liar boyfriend Bengali joke |
এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছে..
১ম মেয়েঃ আজকালকার ছেলেদের কোন বিশ্বাস নাই আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাইনা।
২য় মেয়েঃ কেন? তুই কি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলেছিস?
১ম মেয়েঃ আরে না! ও আমাকে আরেক ছেলের সাথে ঘুরতে দেখে ফেলেছে।
কালকে ও আমাকে বলছিল ও নাকি শহরের বাইরে যাবে...
মিথ্যুক, বদ, ধোঁকাবাজ…
Mother in law Bengali joke
একজন ভাগ্যবতী বৌমার শাশুড়ি ঘরে এসেই বৌমার চিন্তিত মুখ বুঝতে পারলেন কি হয়েছে...
তাই তিনি জিজ্ঞেস করলেন, বৌমা নেট প্যাক আছে নাকি রিচার্জ টা করিয়ে দেব?
My mom likes you Bengali joke
![]() |
My mom likes you Bengali joke |
মেয়েঃ আমার মার তোমাকে খুব পছন্দ হয়েছে।
ছেলেঃ কিন্তু বিয়ে তো আমি তোমাকে করবো, তোমার মাকে বলে দিও যেন আমাকে ভুলে যায়।
Road accident Bengali joke
![]() |
Road accident Bengali joke |
একটি সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে পেল্টোকে আদালতে হাজির করা হয়েছে।
উকিলঃ কিভাবে ঘটালেন দূর্ঘটনাটা?
পেল্টোঃ কোন দুর্ঘটনা।
উকিলঃ যেই দুর্ঘটনাটির জন্য আপনি এখন আদালতে।
পেল্টোঃ দুর্ঘটনা ঘটার আগেই তো গাড়ি চালাতে চালাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দূর্ঘটনার সময় জেগে থাকলে না হয় বলতে পারতাম কেমন করে ঘটেছে।