সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Laugh till you cry Bengali jokes

Laugh till you cry Bengali jokes

হাস্যকর কিছু বাংলা জোকস। এরমধ্যে অনেক জোকস এমন হাসি নিয়ে আসতে পারে যাতে হাসতে হাসতে চোখের জল বের করবে। তাই সঙ্গে রাখতে হবে রুমাল। আপনার নিজে হাসার ও অন্যকে হাসানোর জন্য এই বাংলা জোকস্‌গুলি দেওয়া রইল।

Water splash Bengali joke

Water splash Bengali joke
স্ত্রীঃ তুমি প্রতিদিন আমার মুখে জলের ছিটা দিয়ে ঘুম থেকে ওঠাও কেন?
স্বামীঃ কারন তোমার বাবা বলেছিল, তুমি ফুলের মত কোমল। তাই আমি প্রতিদিন জলের ছিটা দিয়ে তরতাজা করে রাখি।

Political leader Bengali joke

Political leader Bengali joke

এক নেতার সঙ্গে সাক্ষাৎকার
সাংবাদিকঃ যদি কোন লোক খেতে না পেয়ে মারা যাচ্ছে, সেইসময় আপনি কি করবেন?
নেতাঃ আমি খাবার দিব।
সাংবাদিকঃ যদি সেইসময় কোনো খাবার না থাকে।
নেতাঃ তাহলেও আমি কমপক্ষে তাকে খাবার দেওয়ার আশ্বাস দিব।

Repeated theft Bengali joke 

Repeated theft Bengali joke
বিচারকঃ আপনি একটাই দোকানে পাঁচবার চুরি করতে কেন গেলেন?
আসামীঃ আসলে শাড়ির প্রিন্টটা আমার স্ত্রীর পছন্দ হচ্ছিল না, তাই।

Difference between animal vs human child Bengali joke

Difference between animal vs human child Bengali joke

বন্ধু ১ঃ মানুষের বাচ্চা এবং জানোয়ারের বাচ্চার মধ্যে কি পার্থক্য?
বন্ধু ২ঃ যেমন, ছাগলের বাচ্চা বড় হয়ে ছাগল হয়, গাধার বাচ্চা বড় হয়ে গাধা হয়। কিন্তু মানুষের বাচ্চা বড় হয়ে ছাগল, গাধা যেকোনো কিছুই হতে পারে।

Which kind of wife Bengali joke

Which kind of wife Bengali joke
প্রশ্নকর্তাঃ একজন স্বামীর কেমন স্ত্রী প্রয়োজন?
উত্তরদাতাঃ এমন একজন স্ত্রী যে তাকে সবসময় ভালবাসবে, এমন একজন স্ত্রী যে খুব ভালো রান্না করে এবং এমন একজন স্ত্রী যে বাচ্চাদের সামলাবে, আর এই তিনজন স্ত্রী যেন মিলেমিশে একসঙ্গে থাকে। ব্যাস।

Water level Bengali joke

Water level Bengali joke
কর্মচারীঃ স্যার, বন্যার জল বিপদ রেখা থেকে এক মিটার উপর দিয়ে যাচ্ছে। কি করবো?
অধিকারীঃ বিপদ রেখা দুই মিটার উপরে করে দাও।

Shop opening Bengali joke

Shop opening Bengali joke
জেলারঃ এবার জেল থেকে বের হবার পর কি করবে?
কয়েদীঃ জুয়েলারীর দোকান খুলবো।
জেলাঃ জুয়েলারীর দোকান খোলার জন্য পয়সা কোথা থেকে যোগার হবে?
কয়েদীঃ জুয়েলারীর দোকান খোলার জন্য তো শুধু হাতুড়ির দরকার।

Your grandmother Bengali joke

Your grandmother Bengali joke
বন্ধু ১ঃ তোর দিদা সবসময় রামায়ন কেন পড়তে থাকে?
বন্ধু ১ঃ হ্যাঁ, দিদা তার শেষ পরীক্ষার জন্য তৈরি  হচ্ছে।

Entered the house Bengali joke

Entered the house Bengali joke
ঘরে ঢুকতে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর গায়ে ধাক্কা লাগলো
স্ত্রী : উফ অন্ধ নাকি তুমি, দেখতে পাও না?
স্বামী : অন্ধ না হলে কি আর তোমাকে বিয়ে করি।

Address of a lover Bengali joke

Address of a lover Bengali joke
প্রেমিকাঃ তুমি আমার স্বপ্নে, খেয়ালে, চিন্তায় বসবাস করো।
প্রেমিকঃ তোমাকে কেউ বোকা বানিয়েছে।
প্রেমিকাঃ কেন?
প্রেমিকঃ কারন আমি কলকাতায় বসবাস করি।

Hold her hands Bengali joke

Hold her hands Bengali joke
মেয়েঃ তোরা ছেলেরা যখন কোনো মেয়েকে প্রপোজ করিস, সেই সময় হাত ধরিস কেন?
ছেলেঃ এটা সুরক্ষার জন্য, যাতে থাপ্পর মারতে না পারে।

Broken teeth Bengali joke

Broken teeth Bengali joke
মেয়েঃ তোর দাঁত ভেঙ্গে গেছে কেমন করে?
ছেলেঃ হাসাহাসি করেছিলাম সেই জন্য।
মেয়েঃ হাসাহাসি করলে আবার দাঁত ভেঙ্গে যায় নাকি? আমি তো সবসময় হাসতেই থাকি।
ছেলেঃ আমি এক পালোয়ানকে দেখে হাসাহাসি করছিলাম, তারপরেই এই অবস্থা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত

A village school Bengali funny story

A village school Bengali funny story A village school Bengali funny story Text version of A village school Bengali funny story. এক গ্রামের স্কুল পরিদর্শনে এক পরিদর্শক অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন। পরিদর্শক: আমাদের দেশের রাষ্ট্রপতি কে? ছাত্র: উঠে দাঁড়িয়ে পেল্টো, স্যার। পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে? ছাত্র: ফেসিডেন্ট, জানিনা, স্যার। পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমন করে? আমি তোমার নাম কেটে দিবো। ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আপনি কাটবেন কি করে? পরিদর্শক: তার মানে? ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টাকা দিমু, তুই ক্লাসে বইবি। পরিদর্শক (খুব রেগে): ছি! মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো। ক্লাস শিক্ষক: আপনি আমার চাকরী খাবেন কেমন করে? আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেটা আসবে, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইসা থাকবি। পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার? প্রধান শিক্ষক: জ্ব

Propose Bengali joke

Funny jokes in Bengali. Propose Bengali joke. Propose Bengali joke হাসির বাংলা জোকস প্রপোজ। ছেলেঃ আমি তোমাকে ভালোবাসি। মেয়েঃ হাঃ হাঃ হাঃ ছেলেঃ আমি তোমার জন্য সবকিছু করতে পারি। মেয়েঃ হিঃ হিঃ হাঃ হাঃ হাঃ ছেলেঃ আমি তোমাকে ছাড়া বাঁচব না। মেয়েঃ হিঃ হিঃ হাঃ হাঃ হাঃ হাঃ ছেলেঃ আমি তোমাকে একটি সোনার নেকলেস দিতে চাই। মেয়েঃ সত্যি? দেবে তো? প্রমিস করো। ছেলেঃ হিঃ হিঃ হিঃ হাঃ হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ

Funny teacher student jokes in Bengali

Funny teacher student jokes in Bengali. A new student Bengali joke A new student Bengali joke এক নতুন ছাত্র ক্লাসে আসার পর শিক্ষক- তোমার বাবা কি করেন? ছাত্র- মা যা বলেন তাই করেন। Earth is round proved by three facts Bengali joke Earth is round proved by three facts Bengali joke শিক্ষকঃ পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও। ছাত্রঃ প্রথম প্রমাণ আপনি বলেছেন, পৃথিবী গোলাকার। দ্বিতীয় আমার বাবা ঐ একই কথা বলেছেন আর তৃতীয় প্রমাণ, বইয়ে একথাই লেখা আছে। Excuse for being absent Bengali joke Excuse for being absent Bengali joke শিক্ষকঃ কাল তুই স্কুলে আসিসনি কেন? ছাত্রঃ স্যার আমার দিদা মারা গেছে। শিক্ষকঃ পিটায় তোর পিঠের ছাল আর রাখবো না। এই নিয়ে তিন-চার বার তুই দিদা মারা যাওয়ার অজুহাত দিচ্ছিস। ছাত্রঃ স্যার, দিদা যতবার মারা যায় দাদু ততবারই বিয়ে করে। Five subjects joke in Bengali Five subjects joke in Bengali শিক্ষক- স্যান্ডো, তুমি পাঁচটি বিষয়ের মধ্যে চারটে বিষয়েই ফেল করেছো। মাত্র একটি বিষয়েই পাশ করেছো। বাকি বিষয় গুলিতে তোমার কিসের সমস্যা? স্যান্ডো- কোনো সমস্যা নেই স্যার। আমি আসলে একটি বিষয়ে একটু বে

Sleeping comfort Bengali funny story joke

Funny story jokes in Bengali. Sleeping comfort Bengali funny story joke. Sleeping comfort Bengali funny story joke এক ব্যাটাকে ফুটপাতে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে পেল্টো জিজ্ঞেস করলো, আরামে ঘুমাচ্ছিস কাজ করতে পারিস না? ঘুম থেকে উঠে বেকার ছেলেটি পেল্টোকে বলল, “কাজ করে কি হবে?” পেল্টো বলল, “কেন কাজ করে টাকা উপার্জন করতে পারবি।” টাকা দিয়ে কি করবো? গাড়ি কিনতে পারবি, বাড়ি করতে পারবি। বাড়ি গাড়ি দিয়ে কি করবো? আরামে ঘুম দিতে পারবি। বেকার ছেলেটি এবার হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, “তাহলে এতক্ষন আমি কি করতেছিলাম?”

Story of four friends Bengali funny short story

Funny short stories in Bengali. Story of four friends Bengali funny short story. Story of four friends Bengali funny short story

Bengali short riddles with answers

Bengali short riddles with answers Click to view the answer. প্রশ্নগুলির উপরে ক্লিক করলে উত্তর দেখতে পাওয়া যাবে। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না? উওর: তুমি কি ঘুমিয়ে গেছ? পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে। উওর: মেঘ। কোন জিনিস কাটলে বাড়ে? উওর: পুকুর। আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে? উওর: নাম। কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই? উওর: ভুট্টা। কোন গান গাওয়া যায় না? উওর: বাগান। কোন রাণী পুরুষও হয়? উওর: কেরানী।! কোন হাঁস ডিম পারে না? উওর: ইতিহাস। নারিরা এমন একটা জিনিস পরে স্বামী ছাড়া সবাই দেখে কি এটি? উওর: বিধবা হওয়ার পর সাদা শাড়ি। কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার? উওর: ব্ল্যাকবোর্ড।

It never talk Bengali riddle

It never talk Bengali riddle. It never talk Bengali riddle এটি কথা বলেনা বাংলা ধাঁধা। এটি কখনই কথা বলেনা যতক্ষন না কেউ কথা বলছে। অএকেই এর কথা শুনেছে কিন্তু দেখেনি কেউ। বলতে হবে কি এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * উত্তরঃ প্রতিধ্বনি।