Funny stories in Bengali.
My marriage Bengali funny story.
আমি তখন বেকার, কিছুই করি না প্রেমটা ছাড়া। এদিকে প্রেমিকাও ধরেছে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে হবে।
এই বেকার অবস্থায় বিয়ে করে খরচ সামলাতে পারবো কিনা এই ভেবে আমি বেশ কয়েকবার এড়িয়ে গেছি ব্যাপারটা।
কিন্তু আমার প্রেমিকা এবার নাছোড়বান্দা, আমাকে নাকি গিয়ে তার বাবাকে বলতেই হবে। আমার প্রেমিকা তার বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য।
প্রেমিকা যখন এত করে বলছে, তাছাড়া বিয়ে করার সময়ও তো হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত রাজি হয়েই গেলাম। প্রেমিকাকে জানিয়ে দিলাম ঠিক আছে পরের সপ্তাহে আমি যাব তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে।
যথারিতী পরের সপ্তাহে হাজির হয়েছি প্রেমিকার বাড়িতে। কিছুক্ষন অপেক্ষা করার পর অবাক হয়ে গেলাম কারণ, প্রেমিকা এসেছে সুইমিং ড্রেস পড়ে।
মেয়ের বাবার কাছে জানতে চাইলাম, “এইটাই কি আপনার মেয়ের বাড়িতে পড়ার ড্রেস?”
মেয়ের বাবা জানালো ঠিক তা নয়, আসলেতোমার সঙ্গে বিয়ে দেওয়া আর মেয়েকে জলে ফেলে দেওয়া তো একই কথা, তাই আগে থেকে মেয়েকে তৈরি করে দিলাম।
My marriage Bengali funny story.
My marriage Bengali funny story |
আমি তখন বেকার, কিছুই করি না প্রেমটা ছাড়া। এদিকে প্রেমিকাও ধরেছে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে হবে।
এই বেকার অবস্থায় বিয়ে করে খরচ সামলাতে পারবো কিনা এই ভেবে আমি বেশ কয়েকবার এড়িয়ে গেছি ব্যাপারটা।
কিন্তু আমার প্রেমিকা এবার নাছোড়বান্দা, আমাকে নাকি গিয়ে তার বাবাকে বলতেই হবে। আমার প্রেমিকা তার বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য।
প্রেমিকা যখন এত করে বলছে, তাছাড়া বিয়ে করার সময়ও তো হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত রাজি হয়েই গেলাম। প্রেমিকাকে জানিয়ে দিলাম ঠিক আছে পরের সপ্তাহে আমি যাব তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে।
যথারিতী পরের সপ্তাহে হাজির হয়েছি প্রেমিকার বাড়িতে। কিছুক্ষন অপেক্ষা করার পর অবাক হয়ে গেলাম কারণ, প্রেমিকা এসেছে সুইমিং ড্রেস পড়ে।
মেয়ের বাবার কাছে জানতে চাইলাম, “এইটাই কি আপনার মেয়ের বাড়িতে পড়ার ড্রেস?”
মেয়ের বাবা জানালো ঠিক তা নয়, আসলেতোমার সঙ্গে বিয়ে দেওয়া আর মেয়েকে জলে ফেলে দেওয়া তো একই কথা, তাই আগে থেকে মেয়েকে তৈরি করে দিলাম।