Funny short stories in Bengali.
Queue Bengali funny short story.
Queue Bengali funny short story |
বাংলা হাসির ছোট গল্প লাইন।
একজন ব্রাহ্মণ এবং একজন ড্রাইভার একই সঙ্গে মারা গেল এবং একই সঙ্গে স্বর্গে গিয়ে পৌছালো। স্বর্গে পৌছানোর পর স্বর্গের গেটে তারা দাঁড়িয়েছিল।
ড্রাইভারটিকে ব্রাহ্মণ সহ্য করতে পারছিল না কারণ ব্রাহ্মণ ভাবছিল আমার এই লাইনে এই জ্ঞানহীন লোকটি কেমন করে পৌছালো এবং মনে মনে ভাবছিল হে ভগবান এই লোকটিকে তাড়াতাড়ি আমার সামনে থেকে সরিয়ে দাও।
কিছুক্ষন পর ডাক পড়ল লোকটির। দ্বাররক্ষী বলল, “তুমি তো সেই ড্রাইভার, তোমার জন্য ঐ সুন্দর কক্ষটি দেওয়া হয়েছে, তুমি ওখানে থাকবে এবং সোনার খাটটি রাখা আছে, তুমি ঐ খাটটিতেই ঘুমাবে।
এরপর ডাক পড়ল ব্রাহ্মণটির। ব্রাহ্মণকে বলা হল, “তুমি ছোট কক্ষটি নিয়ে নাও এবং সেখানে নারকেলের রসির খাটটি রাখা আছে ঘুমানোর জন্য।”
এরপর ব্রাহ্মণ রেগে চলে গেল ধর্মরাজের কাছে, জিজ্ঞেস করলো, “কেন এমন হল, আমি ওই ড্রাইভারটিকে চিনি, সে খুব বাজে গাড়ি চালাতো। ধর্ম সম্বন্ধেও লোকটি তেমন কিছুই জানে না। আমি সারাজীবন মানুষকে ধর্মের কথা শোনালাম অথচ আমার জন্য ছোট কক্ষ এবং নারকেলের রসির খাট!”
ধর্মরাজ উত্তর দিলেন একেই বলে রেজাল্ট। তুমি যখন লোকজনকে ধর্মের কথা শোনাতে তখন লোকজনের ঘুম পেয়ে যেত অথচ ঐ ড্রাইভারটি যখন গাড়ি চালাতো গাড়ির সকলে মনপ্রান দিয়ে ভগবানের নাম করতো। তার এই অসাধারন ফলাফলের জন্যই সে সুন্দর কক্ষ এবং সোনার খাট পেয়েছে।