Bengali short riddles with answers
Click to view the answer.
প্রশ্নগুলির উপরে ক্লিক করলে উত্তর দেখতে পাওয়া যাবে।
কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না?
উওর: তুমি কি ঘুমিয়ে গেছ?
পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে।
উওর: মেঘ।
কোন জিনিস কাটলে বাড়ে?
উওর: পুকুর।
আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
উওর: নাম।
কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই?
উওর: ভুট্টা।
কোন গান গাওয়া যায় না?
উওর: বাগান।
কোন রাণী পুরুষও হয়?
উওর: কেরানী।!
কোন হাঁস ডিম পারে না?
উওর: ইতিহাস।
নারিরা এমন একটা জিনিস পরে স্বামী ছাড়া সবাই দেখে কি এটি?
উওর: বিধবা হওয়ার পর সাদা শাড়ি।
কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার?
উওর: ব্ল্যাকবোর্ড।