Funny short stories in Bengali.
Telephone call Bengali funny short story
Telephone call Bengali funny short story |
টেলিফোন কল বাংলা হাসির ছোট গল্প।
ক্রিং ক্রিং
বেজে উঠলো পাগলা গারদের টেলিফোনটা।
রিশেপশনিষ্ট মেয়েটি ফোন ধরে বললেন, হ্যালো কিভাবে সাহায্য করতে পারি?
ওপাশ থেকে উত্তর দিল, "দেখেন তো রুম নম্বর ৪১ এ কেউ আছে কিনা?
মেয়েটি জবাব দিল, "জী না, কেউ নাই, আপনি কাকে চাইছেন?"
লোকটি বলল, "দেখেন তো ভালোমত, কেউ আছে কিনা? সিওর হয়ে বলেন না প্লীজ।"
মেয়েটা রুম নম্বর ৪১ এ গেল, ভালোমত দেখে এসে বলল, "না, কেউ নাই। আপনি কাকে চাইছেন?"
অপর প্রান্ত থেকে উত্তর আসলো, "যাক, তাহলে ঠিক মতই পালিয়েছি।"