Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত