Laughter jokes in Bengali.
বন্ধু ১ - জানিস আমি একবার এক সঙ্গে এগারোটা ডিম খেয়েছিলাম।
বন্ধু ২ - আমি তো একবার এক সঙ্গে উনপঞ্চাশটা ডিম খেয়েছিলাম।
বন্ধু ১ - তাই নাকি! আর একটা খেতে পারলেই তো তোর ডিম খাওয়ার হাফ সেঞ্চুরিটা হয়ে যেত।
বন্ধু ২ - তুই কি আমাকে রাক্ষস মনে করিস নাকি?
Text version:
শিক্ষকঃ স্যান্ডো আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন?
স্যান্ডোঃ মা-বাবা ঝগড়া করছিলো তো তাই।
শিক্ষকঃ মা-বাবা ঝগড়া করার সঙ্গে তোর দেরি হওয়ার কোন সম্পর্ক?
স্যান্ডোঃ কারণ আমার একটা জুতো ছিল মায়ের হাতে, আর একটা বাবার হাতে।
Text version:
মাঃ সকাল এগারোটা বেজে গেছে, তারপরেও তুই ঘুমাচ্ছিস?
স্যান্ডোঃ একটু ক্লান্ত হয়ে গেছি তো, তাই রেস্ট নিচ্ছিলাম।
মাঃ এতক্ষন তো ঘুমিয়ে কাটালি, তাহলে ক্লান্ত কেমন করে হয়ে গেলি?
স্যান্ডোঃ অনেকক্ষন ঘুমিয়েছি তো তাই ক্লান্ত হয়ে পড়েছিলাম।
বন্ধু ২ - আমি তো একবার এক সঙ্গে উনপঞ্চাশটা ডিম খেয়েছিলাম।
বন্ধু ১ - তাই নাকি! আর একটা খেতে পারলেই তো তোর ডিম খাওয়ার হাফ সেঞ্চুরিটা হয়ে যেত।
বন্ধু ২ - তুই কি আমাকে রাক্ষস মনে করিস নাকি?
Late today Bengali joke
Late today Bengali joke |
শিক্ষকঃ স্যান্ডো আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন?
স্যান্ডোঃ মা-বাবা ঝগড়া করছিলো তো তাই।
শিক্ষকঃ মা-বাবা ঝগড়া করার সঙ্গে তোর দেরি হওয়ার কোন সম্পর্ক?
স্যান্ডোঃ কারণ আমার একটা জুতো ছিল মায়ের হাতে, আর একটা বাবার হাতে।
Late riser Bengali joke
Late riser Bengali joke |
মাঃ সকাল এগারোটা বেজে গেছে, তারপরেও তুই ঘুমাচ্ছিস?
স্যান্ডোঃ একটু ক্লান্ত হয়ে গেছি তো, তাই রেস্ট নিচ্ছিলাম।
মাঃ এতক্ষন তো ঘুমিয়ে কাটালি, তাহলে ক্লান্ত কেমন করে হয়ে গেলি?
স্যান্ডোঃ অনেকক্ষন ঘুমিয়েছি তো তাই ক্লান্ত হয়ে পড়েছিলাম।