Short story joke in Bengali.
Pelto is sleeping Bengali short story joke
Pelto is sleeping Bengali short story joke |
Text version of Pelto is sleeping Bengali short story joke
পেল্টো অসুস্থ হয়ে পড়েছে।
ডাক্তারবাবু পেল্টোকে দেখতে পেল্টোর ঘরে এসেই দেখতে পেলেন পেল্টোর স্ত্রী চিৎকার চেঁচামেচি করে ঘুমন্ত রোগীকে তোলার চেষ্টা করছে।
ডাক্তারবাবু জানতে চাইলেন ঘুমন্ত রোগীকে ডেকে ওঠানোর কারণ।
পেল্টোর স্ত্রী জানালো সঠিক সময়ে ঔষুধ না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তাই তিনি তার স্বামীকে ডেকে ওঠাচ্ছেন যাতে সময় মত ঔষধ খাওয়াতে পারে।
ডাক্তারবাবু রেগে উঠে জিজ্ঞেস করলেন, “এটি কোন ঔষধ যা তাকে এখনই ঘুম থেকে ডেকে উঠিয়ে খাওয়াতে হবে?”
পেল্টোর স্ত্রী জানালো, “ঘুমের ঔষধ”।