সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Laugh continue funny Bengali jokes

Laugh continue funny Bengali jokes.

Funny jokes in Bengali for fun or to share with your family and friends.


New TV for Pelto joke in Bengali

New TV for Pelto joke in Bengali

Text version:

পেল্টো দোকানে নতুন টিভি কিনতে গেল।

পেল্টো - এই টিভিটার দাম কত?

দোকানদার - পঞ্চাশ হাজার।

পেল্টো - এত দাম কেন?

দোকানদার - কারেন্ট চলে গেলে এটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়।

পেল্টো - বাঃ বাঃ এটাই তাহলে আমি নিতে চাই।


Scooter missing joke in Bengali

Scooter missing joke in Bengali

Text version:

স্যান্ডোঃ তুই আজকে এই পার্টি কেন দিচ্ছিস?

পেল্টোঃ আজকে আমার স্কুটার হারিয়ে গেছে সেইজন্য।

স্যান্ডোঃ স্কুটার হারিয়ে যাওয়াতে এত খুশির কি আছে?

পেল্টোঃ এটা অবশ্যই একটা খুশির কথা, ভাগ্যিস স্কুটারের মধ্যে আমি বসে ছিলাম না, আমিও তাহলে স্কুটারের সঙ্গে হারিয়ে যেতাম।


Divine vision Bengali joke

Divine vision Bengali joke

Text version:

ছেলেঃ আমি দিব্য দৃষ্টি পেয়ে গেছি। চোখ বন্ধ করেও আমি দেখতে পারি।

মেয়েঃ আচ্ছা তাহলে চোখ বন্ধ করে বলো কি দেখতে পাচ্ছ?

ছেলেঃ আমি চারপাশে অন্ধকার দেখতে পাচ্ছি।


Coffee shop fly joke in Bengali

Coffee shop fly joke in Bengali

Text version:

পেল্টো কফির দোকান খুলেছে।

কাষ্টমারঃ হেই, আমার কফিতে একটি মাছি!

পেল্টোঃ মনটা বড় রাখতে হয়, ছোট একটি মাছি কতটুকু আর কফি খাবে।


Throw stones husband wife joke in Bengali

Throw stones husband wife joke in Bengali

Text version:

স্ত্রীঃ তুমি রোজ রোজ উপর দিকে তাকিয়ে পাথর ছুড়ে মারো কেন?

স্বামীঃ কারণ একজন আমাকে বলেছিলো জোড়ি উপর থেকেই তৈরি হয়ে আসে।


Couple after marriage Bengali joke

Couple after marriage Bengali joke

Text version:

স্ত্রীঃ নিজেকে ধন্য মনে করো যে, আমি তোমাকে একবার মাত্র দেখেই বিয়ে করেছি।

স্বামীঃ তুমিও নিজেকে ধন্য মনে করো যে, আমি তোমাকে ভালোমত দেখেশুনেও বিয়েতে রাজি হয়েছিলাম।


Bad marks Bengali joke

Bad marks Bengali joke

Text version:

পিতাঃ গবেট কোথাকার, দেখেছিস পাশের বাড়ির মিঃ পেল্টোর মেয়েটা ফার্ষ্ট হয়েছে, আর তুই কি করলি সারাবছর?

পুত্রঃ আর কত দেখবো? ওকে দেখতে দেখতেই তো আমার রেজাল্টের এই অবস্থা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত

The greatest barrier to success inspirational quote in Bengali

Inspirational quotes in Bengali. The greatest barrier to success inspirational quote in Bengali. The greatest barrier to success inspirational quote in Bengali ব্যর্থ হবার ভয় সফলতার সব থেকে বড় বাধা।

Propose Bengali joke

Funny jokes in Bengali. Propose Bengali joke. Propose Bengali joke হাসির বাংলা জোকস প্রপোজ। ছেলেঃ আমি তোমাকে ভালোবাসি। মেয়েঃ হাঃ হাঃ হাঃ ছেলেঃ আমি তোমার জন্য সবকিছু করতে পারি। মেয়েঃ হিঃ হিঃ হাঃ হাঃ হাঃ ছেলেঃ আমি তোমাকে ছাড়া বাঁচব না। মেয়েঃ হিঃ হিঃ হাঃ হাঃ হাঃ হাঃ ছেলেঃ আমি তোমাকে একটি সোনার নেকলেস দিতে চাই। মেয়েঃ সত্যি? দেবে তো? প্রমিস করো। ছেলেঃ হিঃ হিঃ হিঃ হাঃ হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ

Sleeping comfort Bengali funny story joke

Funny story jokes in Bengali. Sleeping comfort Bengali funny story joke. Sleeping comfort Bengali funny story joke এক ব্যাটাকে ফুটপাতে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে পেল্টো জিজ্ঞেস করলো, আরামে ঘুমাচ্ছিস কাজ করতে পারিস না? ঘুম থেকে উঠে বেকার ছেলেটি পেল্টোকে বলল, “কাজ করে কি হবে?” পেল্টো বলল, “কেন কাজ করে টাকা উপার্জন করতে পারবি।” টাকা দিয়ে কি করবো? গাড়ি কিনতে পারবি, বাড়ি করতে পারবি। বাড়ি গাড়ি দিয়ে কি করবো? আরামে ঘুম দিতে পারবি। বেকার ছেলেটি এবার হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, “তাহলে এতক্ষন আমি কি করতেছিলাম?”

Various funny jokes in Bengali

Various funny jokes in Bengali. Change recommended by doctor joke in Bengali Change recommended by doctor joke in Bengali মহিলাঃ ডাক্তারবাবু আমি জীবনে হাঁপিয়ে উঠেছি। আমার কিছুই ভালো লাগে না। আমি ভেবেই পাই না কি করলে ভালো লাগবে? বড়ই সমস্যা ডাক্তারবাবু কি করি? ডাক্তারঃ আপনাকে চেক আপ করে দেখলাম সবকিছু ঠিকই আছে। আপনার দরকার চেঞ্জ এর। মহিলাঃ এটা কোনো পরামর্শ হলো? গত কয়েক বছরের মধ্যে চার চারটে স্বামী, দুটো বাড়ি, এক ডজন রান্নার লোক, কাজের লোক, দুই ডজন গাড়ির ড্রাইভার চেঞ্জ করে ফেলেছি,  আর কত চেঞ্জ করবো? Definition of history Bengali joke Definition of history Bengali joke মেয়ে: ইতিহাস কী? ছেলে: মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আধমরা হওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে! Emergency service Bengali joke Emergency service Bengali joke -হ্যাঁলো, ফায়ার সার্ভিস? -হ্যাঁ, বলুন। -আগুন লেগে গেছে। আমার একটি ফুলের বাগান আছে, নানারকমের ফুলের গাছ রয়েছে বাগানটিতে… -তাড়াতাড়ি বলুন কোথায় আসতে হবে? -আমার বাগানের ফুলের গাছগুলো খুব দামী... -কোথায় আগুন লেগেছে তাড়াতাড়ি বলুন। -তাই জন্যেই তো ফোন করেছি। আগুন লেগেছে আমার

Chatting with girls Bengali joke

Jokes in Bengali. Chatting with girls Bengali joke. Chatting with girls Bengali joke শিক্ষকঃ নালায়ক! ক্লাসের মধ্যে সারাক্ষন মেয়েদের সাথে এত গল্প করিস কেন? ছাত্রঃ স্যার, আমি অনেক গরীব তো… আমার কাছে মোবাইল নেই তাই!

A village school Bengali funny story

A village school Bengali funny story A village school Bengali funny story Text version of A village school Bengali funny story. এক গ্রামের স্কুল পরিদর্শনে এক পরিদর্শক অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন। পরিদর্শক: আমাদের দেশের রাষ্ট্রপতি কে? ছাত্র: উঠে দাঁড়িয়ে পেল্টো, স্যার। পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে? ছাত্র: ফেসিডেন্ট, জানিনা, স্যার। পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমন করে? আমি তোমার নাম কেটে দিবো। ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আপনি কাটবেন কি করে? পরিদর্শক: তার মানে? ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টাকা দিমু, তুই ক্লাসে বইবি। পরিদর্শক (খুব রেগে): ছি! মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো। ক্লাস শিক্ষক: আপনি আমার চাকরী খাবেন কেমন করে? আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেটা আসবে, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইসা থাকবি। পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার? প্রধান শিক্ষক: জ্ব

Go to toilet with a mobile Bengali funny story joke

Funny story jokes in Bengali. Go to toilet with a mobile Bengali funny story joke. Go to toilet with a mobile Bengali funny story joke লোকটি টয়লেটে বসে বসে একমনে মোবাইল চালাচ্ছিল। একসময় হঠাৎ মোবাইলটি হাত ফস্কে কমোডের মধ্যে পড়ে গেল। পড়ল তো পড়ল একেবারে কমোডের ভেতরে ঢুকে গেল। লোকটির একটি মাত্র মোবাইল, তাছাড়া লোকটি গরীব তাই এখন নতুন মোবাইল কেনাও সম্ভব নয়, যার ফলে এই ঘটনায় লোকটি শোকে এতটাই কাতর হয়ে পড়ল, টয়লেটে বসেই কান্না শুরু করে দিল। অনেকক্ষন ধরে কাঁদার পর এই কান্না সহ্য করতে না পেরে এক দৈত্য বের হয়ে এসে লোকটির হাতে একটি মোবাইল ধরিয়ে দিয়ে বলল, “এই নাও তোমার মোবাইল। তোমার কান্না তো দেখছি আর থামছেই না। আর কেঁদোনা, এবার খুশী তো? লোকটি জানালো, “আমি গরীব হতে পারি কিন্তু আমি লোভী নই। এই সোনার মোবাইলটা আমার নয়। আমারটাতো পুরোনো মোবাইল। এই সোনার মোবাইল আমি চাই না, চাই না, চাই না, আমার পুরোনো মোবাইলটাই আমাকে ফেরৎ দিন।” এই শুন্যে দৈত্য রেগে গিয়ে লোকটিকে একটি চড় দিয়ে বলল, “নিজের মোবাইল চিনতে পারছিস না? এইটাই তোর সেই পুরোনো মোবাইল ভালো করে ধুয়ে দেখ!”