সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Lol jokes in Bengali

Lol jokes in Bengali

এই বাংলা জোকস্‌ গুলি আপনার মন ভালো করে আপনার কঠিন সময় খুব সহজেই পার করবে।

আপনার ভালো সময় চলছে? তাহলে আর অপেক্ষা নয়,আপনার সময়টিকে আরো ভালো করার জন্য এই জোকস্‌ গুলো দেওয়া হয়েছে।

তাহলে শুরু করা যাক হাসির বাংলা জোকস্‌ গুলি।

Lookalike person Bengali joke

Lookalike person Bengali joke
স্যান্ডো তার বউ এর মত একজনকে দেখতে পেয়ে…

স্যান্ডোঃ আপনাকে দেখে মনে হচ্ছে আমার বউ।
মহিলা স্যান্ডোর গালে একটি থাপ্পর মারার পর…
স্যান্ডোঃ আজব তো, স্বভাবটাও একই রকম!

Sleeping problem Bengali joke

Sleeping problem Bengali joke
মেয়েঃ কয়েকদিন থেকে আমার ঠিকমত ঘুম আসছে না।
ছেলেঃ ঘুমের পেছনে ছুটছিস কেন? পড়াশোনা করার চেষ্টা কর।
তাহলেই ঘুম চলে আসবে।

Problem everywhere Bengali joke

Problem everywhere Bengali joke
বন্ধু ১ঃ তোর যখন এত সমস্যা তাহলে এখন থেকে দিনরাত ভগবানকে ডাকা শুরু কর।
বন্ধু ২ঃ এতেও সমস্যা।
বন্ধু ১ঃ কেন?
বন্ধু ২ঃ দেখা গেল কোনদিন ভগবান আমাকেই ডেকে ফেলল, তখন!

Lemon chillies Bengali joke

Lemon chillies Bengali joke
বিদেশ থেকে স্যান্ডোর বন্ধু স্যান্ডোর ঘরের সামনে লেবু লঙ্কা ঝোলানো দেখার পর।
এগুলো কিসের জন্য?
স্যান্ডোঃ এগুলো একধরনের অ্যান্টি ভাইরাস। মেড ইন ইন্ডিয়া।

Are you listening Bengali joke

Are you listening Bengali joke
স্ত্রীঃ এটা তোমার কেমন ব্যবহার? তখন থেকে আমি এত কিছু তোমাকে বলে যাচ্ছি, আর তুমি শুধু হাউসি দেওয়ার চেষ্টা করছো।
স্বামীঃ আমি হাউসি দেওয়ার চেষ্টা করছি না বরং কিছু বলার চেষ্টা করছিলাম।

No further talk Bengali husband wife joke

No further talk Bengali husband wife joke
স্ত্রীঃ আমি তোমার সাথে কথা বলবো না।
স্বামীঃ ঠিক আছে!
স্ত্রীঃ তুমি এর কারণ জানতে চাইবে না?
স্বামীঃ না, আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি।

Queen for you Bengali joke

Queen for you Bengali joke
বেগমকে যখন ইচ্ছে তখন ছুড়ে ফেলতে চাইলে একটাই উপায়
এটা হল
তাস খেলা। অন্য আর কোনো পদ্ধতি নেই!

Never do it again Bengali joke

Never do it again Bengali joke
পাশের লোককে কোনোসময় ছোটো ভাববি না।
কেন?
হতে পারে সে তোর থেকেও বড় গবেট!

Free comb Bengali joke

Free comb Bengali joke
এখানে ফ্রীতে চিরুনি দেওয়া হচ্ছে।
আপনার মাথায় চুল নেই তাই চিরুনি আপনার কোনো কাজে লাগবে না। তাহলে আপনি কেন এসেছেন চিরুনির জন্য?
কারণ চুলকানোর কাজটা আমি চিরুনি দিয়েই করি।

A motorcycle rider asking for address Bengali joke

A motorcycle rider asking for address Bengali joke
এক মোটরসাইকেলওয়ালা স্যান্ডোর কাছে ঠিকানা জিজ্ঞেস করার জন্য থামার পর।
মোটরসাইকেলওয়ালাঃ এক্সকিউজ মি, আমি লাল কিলা যেতে চাই।
স্যান্ডোঃ তাহলে যান, কে মানা করেছে? এভাবে সবাইকে বলতে বলতে গেলে পৌঁছাবেন কখন?

Waiting for wife Bengali joke

Waiting for wife Bengali joke
অনেকক্ষণ অপেক্ষা করার পর।
স্বামীঃ আর কত দেরি হবে?
স্ত্রীঃ চেঁচানো বন্ধ করো, এক ঘন্টা থেকে বলে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আসছি, কথা কানে যায়নি!

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Bring me to eat Bengali riddle

Bring me to eat Bengali riddle. Bring me to eat Bengali riddle খাওয়ার জন্য বাংলা ধাঁধা। লোকজন আমাকে কিনে নিয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু আমাকে খায় না। বলতে হবে কোন জিনিষ এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * * * উত্তরঃ থালা, বাসনপত্র।

Bengali funny stories for laugh and fun

Bengali funny stories for laugh and fun স্বর্গের ডাক্তার বাংলা হাসির গল্প বয়স্ক স্বামী - স্ত্রী একসাথে স্বর্গে পৌছালো। স্বর্গের দূত তাদের নিয়ে একটি বিশাল বাড়িতে রাখলো এবং বলে গেলে এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এখানে তারা সব ধরনের আরাম , আয়েশ , সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া যখন যা খাবার চাইবেন বা যা কিছুর প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই শুনে স্বামী - স্ত্রী জিজ্ঞেস করলো , “ আচ্ছা আমদের যদি শরীর খারাপ হয় , তাহলে আমরা ডাক্তার কোথায় পাবো। এই শুনে স্বর্গের দূত বললেন , স্বর্গে কারোর শরীর খারাপ হয় না। এই কথা শোনার পর স্বামী - স্ত্রী খুবই দুঃখ করছিলো , কারণ তারা যদি ডাক্তারের কথা না মানতেন তাহলে অনেকদিন আগেই স্বর্গে পৌছে যেতে পারতেন। ছিনতাইকারী এবং এক মহাজন বাংলা হাসির গল্প একদা এক মহাজনকে সন্ধ্যার অন্ধকারে দুজন ছিনতাইকারী পাকড়াও করল। মিনিট পনেরোর মতো মহাজন প্রাণপণে লড়ে গেলেন ছিনতাইকারী দুজনের সঙ্গে। অবশেষে কাবু হলেন। অনেক খুঁজে ছিনতাইকারী তাঁর প্যান্টের পকেট থেকে একটা ১০ টাকার নোট পেল মাত্র। এক ছিনতাইকারী তখন অন্য ছিনতাইকারীকে বলল , ‘ সর্বনাশ ! এর কাছে যদি পুরো একশো টাকাও থাকত...

Operation successful Bengali funny short story

Funny short stories in Bengali. Operation successful Bengali funny short story. Operation successful Bengali funny short story নার্সিং হোমে মহিলাটির একটি জটিল অপারেশান হবে। অপারেশানের সময় একটা সময়ে মহিলাটির মারা যাবার মত একটি অভিজ্ঞতা হলো। এমনকি যমদূতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাটি যমদূতকে জিজ্ঞেস করলো, “আমি কি বাঁচবো?” যমদূত উত্তর দিল, “তুমি বেঁচে যাবে এবং  আরও চল্লিশ বছর বাঁচবে।” অপারেশান সাকসেসফুল হল। মহিলাটি সুস্থ হয়ে উঠলো। কিন্তু মহিলাটি যেহেতু আরও চল্লিশ বছর বাঁচবে, এই ভেবে নার্সিং হোমে আরো কিছুদিন থেকে নিজের চেহারা আরও আকর্ষনীয় করার জন্য প্লাস্টিক সার্জারি ইত্যাদি আরও কতগুলো অপারেশনের মধ্যে দিয়ে গেল। এরপর পুরোপুরি সুস্থ হবার পর নার্সিং হোম থেকে আসার কয়েকদিনের মধ্যে একটি অ্যাক্সিডেন্টে মহিলাটি মারা গেল। মারা যাবার পর যমদূতের সঙ্গে মহিলাটির আবার দেখা হল। মহিলাটি অবাক হয়ে যমদূতকে জিজ্ঞেস করলেন, আপনি তো বলেছিলেন আমি আরো চল্লিশ বছর বাঁচবো, তাহলে আমি মারা গেলাম কেন? যমদূত নিজের ভুল বুঝতে পেরে জানালো, “আসলে পুরো চেহারাটাই তো পাল্টে গেছে, তাই চেনা যায়নি।”

Laughing loudly Bengali jokes

Laughing loudly Bengali jokes হাসি সংক্রামক, যার মানে মজার জোকসের মাধ্যমে আপনার মধ্যে ঘটবে হাসির সংক্রমন এবং আপনার আশেপাশের লোকেদের মধ্যে হাসির সংক্রমন ছড়িয়ে দিতে পারেন। আপনি যখন মন খারাপ করেন বা বসে বসে বোর হচ্ছেন অথবা হাসির খোঁজ করছেন, তাহলে জোকলুর বাংলা জোকস্‌ গুলি আপনাকে হাসতে সাহায্য করবে। Ministers with me Bengali joke স্যান্ডোঃ যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেইজন্য নিজের ঘরের সুখশান্তি বজায় রাখার জন্য একটি সিস্টেম তৈরি করেছি। এতে আমার স্ত্রী অর্থমন্ত্রী, আমার শ্বাশুড়ি প্রতিরক্ষা মন্ত্রী, আমার শ্বশুড় বিদেশ মন্ত্রী এবং আমার শালী জনসংযোগ মন্ত্রী। পেল্টোঃ তাহলে তুই প্রধানমন্ত্রী? স্যান্ডোঃ নারে বন্ধু, আমি তো জনগণ। Lamborghini dating Bengali joke একটি ছেলে এবং একটি মেয়ে ল্যাম্বরজিনি কার নিয়ে ডেটিং করতে গেছে। ছেলেঃ আমি তোমাকে আজকে একটি কথা বলতে চাই যা এতদিন বলা হয়নি। মেয়েঃ কি কথা? ছেলেঃ আমি বিবাহিত। মেয়েঃ তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলা। আমি ভাবছিলাম ল্যাম্বরজিনি গাড়িটি তোমার নয়! Meet our Principal Bengali joke কলেজে। ছেলেঃ এখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। মেয়েঃ চলো। ছেলেঃ কোথায়? ম...

It never talk Bengali riddle

It never talk Bengali riddle. It never talk Bengali riddle এটি কথা বলেনা বাংলা ধাঁধা। এটি কখনই কথা বলেনা যতক্ষন না কেউ কথা বলছে। অএকেই এর কথা শুনেছে কিন্তু দেখেনি কেউ। বলতে হবে কি এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * উত্তরঃ প্রতিধ্বনি।

Black riddle in Bengali

Black riddle in Bengali. Black riddle in Bengali বাংলা ধাঁধা কালো। এটিকে কেনার সময় এটি কালো থাকে। যখন এটিকে ব্যবহার করা হয় তখন এটি লাল। যখন এটিকে ফেলে দেওয়া হয় তখন এটি ধুসর। কি এটি? উত্তরটি নীচে দেওয়া আছে। * * * * * * * * * * * * * * * * উত্তরঃ কয়লা।

Birthday messages birthday cards in Bengali

Birthday wishes birthday cards in Bengali. I hope birthday message in Bengali I hope birthday message in Bengali তোমার সমস্ত ইচ্ছেগুলো সত্যি হোক। শুভ জন্মদিন। May your day be filled happy birthday Bengali message May your day be filled happy birthday Bengali message শুভ জন্মদিন! আজকের এই দিনটি অনেক ভালোবাসা আর খুশিতে ভরে উঠুক। Sending you smile happy birthday Bengali message Sending you smile happy birthday Bengali message আজকের বিশেষ দিনটিতে পাঠাচ্ছি তোমার জন্য অনেক খুশি আর হাসি। খুব ভালো কাটুক তোমার দিনটি। শুভ জন্মদিন। Wishes and dreams come true birthday message in Bengali Wishes and dreams come true birthday message in Bengali শুভ জন্মদিন। তোমার সমস্ত ইচ্ছা এবং স্বপ্নগুলি পুরণ হোক এই শুভেচ্ছা পাঠালাম। May the joy that you have spread birthday message in Bengali May the joy that you have spread birthday message in Bengali যা তুমি চাও তাই যেন তুমি পেয়ে যাও, তোমার মনের ইচ্ছাগুলো পূরণ হোক এটাই কামনা তোমার এই জন্মদিনে এবং সবসময়। শুভ জন্মদিন। I may not be by your side celebrating happy b...

If you take it Bengali riddle

If you take it Bengali riddle. If you take it Bengali riddle বাংলা ধাঁধা যত নেবে। যত নেবে ততই তুমি পেছনে ফেলে রাখবে। কি এটি? উত্তরের জন্য নীচে দেখতে হবে। * * * * * * * * * * * * * * * * উত্তরঃ পদক্ষেপ/Footsteps.