Funny short stories in Bengali. Operation successful Bengali funny short story. Operation successful Bengali funny short story নার্সিং হোমে মহিলাটির একটি জটিল অপারেশান হবে। অপারেশানের সময় একটা সময়ে মহিলাটির মারা যাবার মত একটি অভিজ্ঞতা হলো। এমনকি যমদূতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাটি যমদূতকে জিজ্ঞেস করলো, “আমি কি বাঁচবো?” যমদূত উত্তর দিল, “তুমি বেঁচে যাবে এবং আরও চল্লিশ বছর বাঁচবে।” অপারেশান সাকসেসফুল হল। মহিলাটি সুস্থ হয়ে উঠলো। কিন্তু মহিলাটি যেহেতু আরও চল্লিশ বছর বাঁচবে, এই ভেবে নার্সিং হোমে আরো কিছুদিন থেকে নিজের চেহারা আরও আকর্ষনীয় করার জন্য প্লাস্টিক সার্জারি ইত্যাদি আরও কতগুলো অপারেশনের মধ্যে দিয়ে গেল। এরপর পুরোপুরি সুস্থ হবার পর নার্সিং হোম থেকে আসার কয়েকদিনের মধ্যে একটি অ্যাক্সিডেন্টে মহিলাটি মারা গেল। মারা যাবার পর যমদূতের সঙ্গে মহিলাটির আবার দেখা হল। মহিলাটি অবাক হয়ে যমদূতকে জিজ্ঞেস করলেন, আপনি তো বলেছিলেন আমি আরো চল্লিশ বছর বাঁচবো, তাহলে আমি মারা গেলাম কেন? যমদূত নিজের ভুল বুঝতে পেরে জানালো, “আসলে পুরো চেহারাটাই তো পাল্টে গেছে, তাই চেনা যায়নি।”