Funny story jokes in Bengali.
Angry Pelto funny story joke in Bengali.
Angry Pelto funny story joke in Bengali |
রাগী পেল্টো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঐ সময় স্যান্ডোর সঙ্গে পেল্টোর দেখা হয়।
স্যান্ডো জিজ্ঞেস করলো, এই পেল্টো কটা বাজে?
পেল্টো বলল বলল পৌনে ছয়টা।
স্যান্ডো বলল ছয়টা বাজলে আমার পাছায় একটা চুমো দিও। এই বলেই স্যান্ডো দিল দৌড়। সঙ্গে সঙ্গে স্যান্ডোর পেছনে পেছনে পেল্টোও দৌড়ল ফাজলামি করার ফল ধরে দু’ঘা দেওয়ার জন্য।
একটি পরেই পেল্টোর সঙ্গে টম এর দেখা হয়ে গেল।
টম জিজ্ঞেস করলো, “পেল্টো, এত দৌড়াচ্ছিস কেন?”
পেল্টো বলল, “ঐ ব্যাটা স্যান্ডো বলেছে ছয়টা বাজলে আমাকে ওর পাছায় চুমো খেতে।”
“এই জন্য তুই এত দৌড়াচ্ছিস! ছয়টা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে। ধীরে সুস্থে দৌড়ালেই তো পারিস”।
স্যান্ডো জিজ্ঞেস করলো, এই পেল্টো কটা বাজে?
পেল্টো বলল বলল পৌনে ছয়টা।
স্যান্ডো বলল ছয়টা বাজলে আমার পাছায় একটা চুমো দিও। এই বলেই স্যান্ডো দিল দৌড়। সঙ্গে সঙ্গে স্যান্ডোর পেছনে পেছনে পেল্টোও দৌড়ল ফাজলামি করার ফল ধরে দু’ঘা দেওয়ার জন্য।
একটি পরেই পেল্টোর সঙ্গে টম এর দেখা হয়ে গেল।
টম জিজ্ঞেস করলো, “পেল্টো, এত দৌড়াচ্ছিস কেন?”
পেল্টো বলল, “ঐ ব্যাটা স্যান্ডো বলেছে ছয়টা বাজলে আমাকে ওর পাছায় চুমো খেতে।”
“এই জন্য তুই এত দৌড়াচ্ছিস! ছয়টা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে। ধীরে সুস্থে দৌড়ালেই তো পারিস”।