সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Fat wife and her husband jokes in Bengali

Fat wife and her husband jokes in Bengali

Earthquake at night joke in Bengali

Earthquake at night joke in Bengali

Text version of Earthquake at night joke in Bengali

ধরাম ধুম ধাম

স্বামীঃ ভুমিকম্প! ভুমিকম্প!

স্ত্রীঃ চিল্লাচ্ছ কেন? আমি ঘুমোতে ঘুমোতে পড়ে গেছি, এটা তার শব্দ।


Gaining weight joke in Bengali

Gaining weight joke in Bengali

Text version of Gaining weight joke in Bengali

স্বামীঃ তোমার ওজন অনেক বাড়িয়ে ফেলেছো এবার একটু ব্যায়াম ট্যায়াম করা শুরু করো।

স্ত্রীঃ আমার ওজন তো মাত্র ৩৩ কেজি।

স্বামীঃ কেমন করে?

স্ত্রীঃ তুমিই তো আমাকে বলো আমি চাঁদের মতো সুন্দর। তুমি তো জানো চাঁদে আমার ওজন ৩৩ কেজির বেশি হবে না।


Smaller hands joke in Bengali

Smaller hands joke in Bengali

Text version of smaller hands joke in Bengali

স্ত্রীঃ দুই হাতে সংসারের কাজ করতে করতে আমার হাতগুলোই ছোটো হয়ে গেছে।

স্বামীঃ কেমন করে বুঝতে পারলা? মেপে রেখেছিলা নাকি?

স্ত্রীঃ আগে আমি যখন ব্যায়াম করতাম তখন আমার হাত পায়ের আঙ্গুল পর্যন্ত পৌছাত। কিন্তু বিয়ের পর এখন শুধু হাটু পর্যন্ত পৌছায়।


এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

I am sorry messages in Bengali

I am sorry messages in Bengali. Beautiful future sorry message in Bengali Beautiful future sorry message in Bengali Text version: ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যতটা সুন্দর হয়ে উঠবে... Forgive me sorry message in Bengali Forgive me sorry message in Bengali Text version: আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল, ক্ষমা করে দাও প্লিজ। I am sorry message in Bengali I am sorry message in Bengali Text version: আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু শুরুটা আমি করতে চাই "আই অ্যাম সরি" বলে... আমি সত্যিই দুঃখিত... Please give me a chance sorry message in Bengali Please give me a chance sorry message in Bengali Text version: দয়া করে আমায় একটা সুযোগ দাও এই দূরত্বের মাঝে একটা সেতু তৈরী করার। Remember me sorry message in Bengali Remember me sorry message in Bengali Text version: ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তবে তা ভুল ভেবেই ভুলে যেও, আর শুধু ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না... Togeth...

Angry husband Bengali joke

Husband wife Bengali joke. Angry husband Bengali joke Text version of Angry husband Bengali joke. স্ত্রী - আজ এত রেগে আছো কেন? স্বামী - আজ আমার মেজাজটাই খারাপ হয়ে আছে। স্ত্রী - কেন? কি হয়েছে? এত  মেজাজ খারাপ কেন? স্বামী - আমি যেই কর্মচারীর উপর প্রতিদিন রাগ ঝাড়ি সে আজ অফিসেই আসে নি।

I love you joke in Bengali

Bengali funny jokes. I love you joke in Bengali. I love you joke in Bengali ছেলেটিঃ আমি তোমাকে ভালোবাসি। মেয়েটিঃ আপনার প্রস্তাবটা রাখতে পারলাম না, কিন্তু এটা স্বীকার করতেই হবে আপনার পছন্দ অত্যন্ত ভালো!

Incredible dad the apple tree joke in Bengali

Funny incredible dad jokes in Bengali. Incredible dad the apple tree joke in Bengali. Incredible dad the apple tree joke in Bengali মেয়েঃ জানিস তো নিউটন আমাদের মতো একটি আপেল গাছের তলায় বসেছিল। সেই সময় একটি আপেল পড়েছিল। ছেলেঃ তাহলে তুই এটাও জেনে নে, সেই আপেলটি আসলে আমার বাবা ছুড়ে দিয়েছিল।

Sleeping comfort Bengali funny story joke

Funny story jokes in Bengali. Sleeping comfort Bengali funny story joke. Sleeping comfort Bengali funny story joke এক ব্যাটাকে ফুটপাতে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে পেল্টো জিজ্ঞেস করলো, আরামে ঘুমাচ্ছিস কাজ করতে পারিস না? ঘুম থেকে উঠে বেকার ছেলেটি পেল্টোকে বলল, “কাজ করে কি হবে?” পেল্টো বলল, “কেন কাজ করে টাকা উপার্জন করতে পারবি।” টাকা দিয়ে কি করবো? গাড়ি কিনতে পারবি, বাড়ি করতে পারবি। বাড়ি গাড়ি দিয়ে কি করবো? আরামে ঘুম দিতে পারবি। বেকার ছেলেটি এবার হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, “তাহলে এতক্ষন আমি কি করতেছিলাম?”

My math teacher told me friendship message in Bengali

Friendship messages in Bengali. My math teacher told me friendship message in Bengali. Add caption আমার অঙ্কের শিক্ষক আমাকে শিখিয়েছে ৬০ মিনিট = ১ ঘন্টা এবং ১ মিনিট = ৬০ সেকেন্ড কিন্তু কখনো আমাকে শেখায়নি তোমার মতো বন্ধু ছাড়া ১ সেকেন্ড থাকাটাই ১০০ ঘন্টার সমান।

Mobile thief short joke in Bengali

Funny short jokes in Bengali. Mobile thief short joke in Bengali. Mobile thief short joke in Bengali

Biltu at the restaurant Bengali funny story

Funny stories in Bengali. Biltu at the restaurant Bengali funny story. Biltu at the restaurant Bengali funny story বাংলা হাসির ছোট গল্প রেস্তরায় খেতে যাওয়া। বিল্টু প্রথমবার রেস্তরায় খেতে গেছে।  বিল্টু কেতাদুরস্ত সেজে নিয়েছে। নিজের মধ্যে ভীষণ চালাক ভাব নিয়ে এসেছে। এবার রেস্তরায় ওয়েটার একটা মেনুবই নিয়ে বিল্টুর সামনে এসে বলল, "স্যার, কোনটা খাবেন? বিল্টু বেশ একটি চালাক ভাব নিয়ে খাবারের নামগুলো ভালো করে দেখে নিয়ে একদম শেষেরটাতে আঙ্গুল রেখে বলল, "এটা দিয়ে দিন"। ওয়েটার বলল, "স্যার, এটা তো আপনি খেতে পারবেন না"। বিল্টু বলল, "মেনুতে লিখে রেখেছেন অথচ এখন বলছেন খেতে পারবো না। এটা আবার কেমন ফাজলামো?" "স্যার, আপনি শেষেরটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু শেষেরটা হচ্ছে এই রেষ্টুরেন্টের মালিকের নাম। ওটা কি করে খাবেন, স্যার। ওয়েটারের উত্তর।

Bad handwriting Bengali joke

Bad handwriting Bengali joke. Bad handwriting Bengali joke খারাপ হাতের লেখা বাংলা জোকস। শিক্ষকঃ তোমার হাতের লেখা যাতে ভালো হয় এরজন্য তোমাকে দশ পাতা লিখে আনতে বলেছিলাম। তুমি মাত্র চারপাতা লিখেছো? ছাত্রঃ স্যার, আমি তো অংকেও কাঁচা।